রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর পিছনে সিবিআই লেলিয়ে দেওয়ার হুমকি বিজেপি নেতার

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                         

Published on: ডিসে ১২, ২০১৮ @ ২৩:০৩

এসপিটি নিউজ, কেশিয়াড়ি, ১২ ডিসেম্বরঃ এর আগে একাধিকবার এমন অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তারা যে দেশের প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করছে সেই অভিযোগ বিজেপি বিরোধী সমস্ত দলই করে আসছে। সম্প্রতি পাঁচ রাজ্যে বিজেপির বিপর্যয়ের পিছনেও যে এই ইস্যু কাজ করেছে সেকথা বিরোধীরা বলতে শুরু করেছেন। এরই মধ্যে বিরোধীদের সেই অভিযোগকে সত্যি প্রমাণিত করে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু। প্রকাশ্য সভায় রাজ্যের মন্ত্রীর পিছনে তিনি সিবিআই লেলিয়ে দেওয়ার হুমকি দিয়ে বসলেন।

বিজেপির নেতা সায়ন্তনের এমন মন্তব্যে পশ্চিম মেদিনীপুর জেলায় তো বটেই গোটা রাজ্যে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।অনেকেই মনে করছেন- সম্প্রতি পাঁচ রাজ্যে দলের ভরাডুবির পর বিজেপি নেতারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। বিশেষ করে কেশিয়াড়ির যে সভায় দাঁড়িয়ে আজ বিজেপি নেতা সায়ন্তন এমন মন্তব্য করলেন তার পিছনেও সেই ক্ষমতার লড়াই।

কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের রেষারেষি সমানে চলছে। এখনও পর্যন্ত সমিতি গঠিত হয়নি। এখানে বিজেপি তৃণমূলের চেয়ে বেশি আসন পেয়েছে। সেই মতো সমিতি গঠনের সুযোগ তাদের পাওয়া উচিত বলে মনে করছে তারা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি কেশিয়াড়িতে এসে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়ে গেছে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি যাতে তৃণমূল কংগ্রেস গঠন করতে পারে। আর এখানেই সংঘাত শুরু হয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপির।

এদিনের বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে তাই প্রকাশ্যেই বিজেপি নেতা সায়ন্তন বসু রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি হুমকি দিয়ে বলেন-“কেশিয়াড়িতে দখল করতে এলে তাঁর পিছনে সিবিআই লাগিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” সায়ন্তনের এমন হুমকির পর গোটা বিষয়টি বড় মাত্রা পেয়ে যায়। কারণ, এভাবে দেশের কোনও সংস্থার নাম নিয়ে এভাবে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এমন ধরনের হুমকি দিতে পারে কিনা।

তবে কেশিয়াড়ি সহ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সায়ন্তনের এমন মন্তব্যে এয়টুকু ভীত নন। বরং তারা বলছে- “ওই বিজেপি নেতা তো নিজেদের ক্ষমতায় থাকার দম্ভ প্রকাশ করে ফেলেছেন। এখন তো আর কারও মনে এ বিষয়ে সন্দেহ থাকার কথা নয় যে বিজেপি সুযোগ মতো দেশের প্রতিষ্ঠানগুলিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে চলেছে।এদিন প্রকাশ্যে হুমকি দিয়ে সায়ন্তনবাবু তারই প্রমাণ রাখলেন।”বলছে তৃণমূল কংগ্রেস।

Published on: ডিসে ১২, ২০১৮ @ ২৩:০৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 + = 53