নয়া নাটক ! বিজেপিকে রুখতে কংগ্রেস জেডিএসকে সমর্থন করার পথ বেছে নিল

রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১৫, ২০১৮ @ ১৮:১০

এসপিটি নিউজ ডেস্কঃ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ১০৪টি আসনে, কংগ্রেস ৭৮টি, জেডিএস ৩৮টি ও অন্যান্য ২টি আসনে এগিয়ে আছে।সরকার গড়তে হলে চাই ১১৩টি আসন। যেখানে বিজেপির আসন প্রাপ্তির সম্ভবনা ১০৪টি।কংগ্রেসের ৭৮টি ও জেডিএস-এর ৩৮টি।বিজেপির চেয়ে কম আসন পেয়ে সরকার গড়ার সম্ভবনা যখন একেবারেই নেই তখন কংগ্রেস দ্বিতীয় রাস্তা বেছে নিল। তারা বিজেপিকে রুখতে জেডিএস-কে সরকার গড়তে সমর্থনের প্রস্তাব দিল। আর জেডিএস-ও সেই প্রস্তাব সাদরে গ্রহণ করে নিল।

ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চামুন্ডেশ্বরী কেন্দ্রে পরাজিত হলেও বাদামি আসনে অবশ্য জিতেছেন। আর বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরিয়াপ্পা জিতেছেন। বিজেপি প্রথম দিকে এই জয়কে স্বাগত জানাতে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে শুরু করে। এখনও তারা আশা ছাড়েননি। অমিত শাহ জানিয়ে দিয়েছেন, তারা সরকার গড়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন করবেন।

তবে কর্ণাওটক বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর কাছে যে রাহুল গান্ধির পরাজয় হয়েছে তা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এই জয়ের মাধ্যমে মোদীর হাত ধরে বিজেপি ২০১৯ লোকসভা নির্বাচনে যে দক্ষিণ ভারতে কড়া চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ঠিক সেভাবেই গুজরাট, ত্রিপুরার পর এবার কর্ণাটকেও যেভাবে মোদীর কাছে হার স্বীকার করতে হল কংগ্রেসকে তাতে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কর্ণাটকে বিজেপির জয় প্রসঙ্গে রাজ ঠাকরে বলেন, ‘ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের জয় হয়েছে।”

বিজেপিও কিন্তু জয়কে উপভোগ করতে নানা প্রস্তুতি নেওয়া শুরু করে। কিন্তু গণনা যত এগোতে থাকে ততই রাজনৈতিক নাটক জমতে শুর করে। কংগ্রেস বুঝতে পারে যে কর্ণাটকে আর তাদের কোনও সম্ভাবনাই নেই। অর্থাৎ সরকারের কুর্সি তাদের ছাড়তেই হবে। আর যদি ছাড়তেই হয় তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপিকে যেভাবেই হোক রুখতে হবে। শুরু হয়ে যায় কংগ্রেসের আভ্যন্তরীণ জ্রুরী বৈঠক। সেখানে তারা ঠিক করে ফেলে দ্বিতীয় রাস্তাতেই তারা এবার হাঁটবে। অর্থাৎ জেডিএস-কে তারা বাইরে থেকে সমর্থন দেবে। সরকার গড়ার প্রস্তাবও দেওয়া হয় তাদের পক্ষ থেকে। জেডিএস কংগ্রেসের প্রস্তাব সাদরে গ্রহণ করতেই খেলা জমে যায়।

ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী দেখা যাচ্ছে-বিজেপি এখন পর্যন্ত ৮৯টি আসনে জিতেছে আর এগিয়ে আছে ১৫টি আসনে অর্থাৎ তাদের সম্ভাবনা ১০৪টি, কংগ্রেস জিতেছে এখন পর্যন্ত ৬৭ট এগিয়ে আছে ১১ট অর্থাৎ তাদের সম্ভাবনা ৭৮টি আর জেডিএস জিতেছে ৩৪টি এগিয়ে ৩টিতে অর্থাৎ তাদের সম্ভাবনা ৩৭ট আসনে। এছাড়া বহুজন সমাজ পার্টি ১টি এবং অন্যান্য১টি আসনে জয়ী হয়েছে এবং বাকি একটি আসনে এগিয়ে আছে। এই ফলাফলের উপর ভিত্তি করে কংগ্রেস এখন বিজেপিকে রোখার ছক কষা শুরু করে দিয়েছে।

কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে সর্বভারতীয় দল কংগ্রেসকে আজকে এই অবস্থায় আসতে হচ্ছে। এভাবে কি ২০১৯ লোকসভা বৈতরণী পার করা সম্ভব হবে? রাজনৈতিক মহলও কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে রীতিমতো উৎসুক।

Published on: মে ১৫, ২০১৮ @ ১৮:১০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 − 25 =