কর্ণাটকেও বাজিমাত বিজেপিরঃ বিধানসভা ভোটে মোদীর জয়ের হ্যাটট্রিক, হারের হ্যাটট্রিক রাহুলের

দেশ
শেয়ার করুন

Published on: মে ১৫, ২০১৮ @ ১৫:৩১

এসপিটি নিউজ ডেস্কঃ আবারও হার। গুজরাট, ত্রিপুরার পর কর্ণাটক। এক বছরেরও কম সময়ের ব্যবধানে হারের হ্যা্টট্রিক স্বীকার করে নিতে হচ্ছে জাতীয় কংগ্রেসকে। এবারও রাহুল গান্ধীকে টেক্কা দিয়ে বেরিয়ে গেলেন নরেন্দ্র মোদী।তাঁর আবার জয়ের হাটট্রিক। কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৪টি আসনে, কংগ্রেস ৭৮টি, জেডিএস ৩৭টি ও অন্যান্য ৩টি আসনে জয়ী হয়েছে।

ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চামুন্ডেশ্বরী কেন্দ্রে পরাজিত হয়েছেন। আর বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরিয়াপ্পা জিতেছেন। বাদামি আসনে অবশ্য সিদ্দারামাইয়া এগিয়ে আছেন। বিজেপি এই জয়কে স্বাগত জানাতে বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে।

এই জয়ের পর মোদীর রাজনৈতিক নেতৃত্ব প্রদান যে রাহুল গান্ধীকে ছাপিয়ে যেতে চলেছে তা মনে করছে রাজনৈতিক মহল। এই জয়ের মাধ্যমে মোদীর হাত ধরে বিজেপি ২০১৯ লোকসভা নির্বাচনে যে দক্ষিণ ভারতে কড়া চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ঠিক সেভাবেই গুজরাট, ত্রিপুরার পর এবার কর্ণাটকেও যেভাবে মোদীর কাছে হার স্বীকার করতে হল কংগ্রেসকে এরপর রাহুলের নেতৃত্ব নিয়েও যে প্রশ্ন উঠবে না তাও কিন্তু অস্মভব বলে মনে করছে না রাজনৈতিক মহল।

কর্ণাটকে বিজেপির জয় প্রসঙ্গে রাজ ঠাকরে বলেন, ‘ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের জয় হয়েছে।”

Published on: মে ১৫, ২০১৮ @ ১৫:৩১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − = 78