লোকাল ট্রেন চালু করা নিয়ে আগামিকাল নবান্নে বৈঠকে বসছে রেল ও রাজ্য

Main কোভিড-১৯ রাজ্য রেল
শেয়ার করুন

এসপিটি নিউজ:  টানা প্রায় সাত মাস ধরে রাজ্যে সাধারণ মানুষের জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ আছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সাধারণ যাত্রীদের ট্রেনে উঠতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই নিয়ম কার্যকর রয়েছে এখনও। তবে সাধারণ যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হলেও রেল কর্মচারী থেকে শুরু বিশেষ বিশেষ ক্ষেত্রের কিছু যাত্রীদের এই নিয়মের ছাড় দেওয়া হয়েছে।তাদের জন্য রেল স্বল্প সংখ্যক লোকাল ট্রেন চালাচ্ছে। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পরও রেল লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের উঠতে দিচ্ছে না বলে অভিযোগ তোলে একাধিক যাত্রী।

এই অভিযোগ তুলে তারা হাওড়া-ব্যান্ডেল শাখা সহ বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখায়। তবে সাম্প্রতিক বিক্ষোভগুলিকে ছাপিয়ে যায় গতকালের ঘটনা। যেখানে হাওড়া স্টেশনে যাত্রীরা লোকাল ট্রেনে ওঠার দাবিতে চরম বিক্ষোভ দেখাতে থাকে। আর তখন আরপিএফ তাদের উপর নির্মভাবে লাঠি চালায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে রাজ্য সরকার। তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে।

রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আলোচনায় বসার জন্য অনুরোধ জানান। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। তিনি রেলের সঙ্গে আলোচনা বসার কথা বলেন। সমস্ত বিধি-নিয়ম মেনে যাতে রাজ্যে লোকাল ট্রেন চালানো যায় সে ব্যাপারেও তিনি রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

এরপরেই ঠিক হয় যে আগামীকাল নবান্নে রাজ্যের সঙ্গে রেলের কর্তারা আলোচনায় বসবেন। সোমবার বিকেল পাঁচটায় নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রেল কর্তারা। এই বৈঠকের পরেই লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে সবুজ সংকেত মিলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবটাই নির্ভর করছে আলোচনার উপর।

এর আগে রেল একাধিকবার রাজ্যের কোর্টে বল ঠেলে দিয়ে বলে আসছিল যে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে রাজ্যের কাছ থেকে সহযোগিতার আশ্বাস না পাওয়ায় পরিষেবা শুরু করা সম্ভব হচ্ছে না। তবে এবারে খোদ রাজ্য নিজেই লোকাল ট্রেন চালু করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়ায় রেল এখন কি করে সেদিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 − 16 =