বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ভিশন থেরাপি হয়ে গেল এস এম মেমোরিয়াল স্কুলে

Main রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

গোটা কর্মকান্ডটি্ স্পেক্ট্রা আই ফাউন্ডেশন ও অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

 Published on: জানু ১৮, ২০২০ @ ২৩:১৬

এসপিটি নিউজ, ভগবতীপুর(ডানকুনি), ১৮ জানুয়ারি:  এমন একটা চক্ষু পরীক্ষা শিবিরের প্রয়োজন ছিল ভগবতীপুরে। ডানকুনির এই গ্রামটি এখন নানা দিক দিয়ে প্রসারিত হয়েছে। শিক্ষায় আলো দেখিয়েছে এখানে সিরাজ মল্লিক এডুকেশন ফাউন্ডেশন ও এস এম মেমোরিয়াল স্কুল।

আজ শনিবার এখানেই অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ভিশন থেরাপি চিকিৎসা। যেখানে অংশ নিলেন কয়েকশো মানুষ। আর এই গোটা কর্মকান্ডটি্ স্পেক্ট্রা আই ফাউন্ডেশন ও অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও স্পেক্ট্রা আই ফাউন্ডেশনের ডিরেক্টর ডা. অনন্যব্রত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন স্পেক্ট্রা আই ফাউন্ডেশনের অন্যতম ডিরেক্টর মানস চ্যাটার্জি, সিরাজ মল্লিক এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জাহিরআব্বাস মল্লিক, কবির মল্লিক, অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশনের জয়ন্ত বন্দ্যোপাধ্যায়।

জয়ন্তবাবু জানিয়েছেন, এধরনের শিবির আমরা আগামিদিনে আরও আয়োজন করব। এর প্রয়োজনীয়তা ক্রমেই বেড়ে চলেছে। চোখ নিয়ে যাতে মানুষকে দুর্ভোগ পোয়াতে না হয় সেদিকে সদা দায়িত্বশীল আমরা অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন ও স্পেক্ট্রা আই ফাউন্ডেশন।

Published on: জানু ১৮, ২০২০ @ ২৩:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 5