দেশের বিমান সংস্থাগুলিতে জুলাই মাসে যাত্রী বেড়েছে 3.15 শতাংশ

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

দেশীয় বিমান সংস্থাগুলিতে চলতি বছরের জুলাই মাসে 1.19 কোটি যাত্রী যাত্রা করেছে।

আগের বছরে এই একই সময় ছিল 1.15 কোটি।

56.93 লক্ষ যাত্রী নিয়ে ইন্ডিগো যাত্রী বহনে প্রথম স্থান ধরে রেখেছে।

গোএয়ার- তারা 80.5% অন-টাইম পারফরম্যান্সের (ওটিপি) রিপোর্ট অনুসারে প্রথম স্থানে রয়েছে।

Published on: আগ ৩০, ২০১৯ @ ২১:৩৭

এসপিটি নিউ ডেস্ক: দেশের বিমান পরিষেবা যে আরো বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে তারই আভাস মিলল এভিয়েশন রেগুলেটর সংস্থার প্রকাশিত এই রিপোর্টে। তাতে বিমান যাত্রীর সংখ্যা জুলাই মাসে আগের বছরের চেয়েও অনেকটাই বেড়েছে। দেশীয় বিমান সংস্থাগুলিতে চলতি বছরের জুলাই মাসে 1.19 কোটি যাত্রী যাত্রা করেছে যা আগের বছরে এই একই সময় ছিল 1.15 কোটি অর্থাৎ চলতি বছরে যাত্রী সংখ্যা বেড়েছে 3.15 শতাংশ।এভিয়েশন রেগুলেটর ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই তথ্য প্রকাশ করেছে।

ডিজিসিএ দ্বারা প্রকাশিত তথ্য

ডিজিসিএ দ্বারা প্রকাশিত তথ্যে দেখা গেছে যে 56.93 লক্ষ যাত্রী নিয়ে ইন্ডিগো যাত্রী বহনে প্রথম স্থান ধরে রেখেছে, আর স্পাইসজেট 18.48 লক্ষ যাত্রী নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। গোএয়ার 13.26 লক্ষ যাত্রী বহন করে। এয়ারএশিয়া এ বছরের জুলাই মাসে 7.71 লক্ষ যাত্রী বহন করেছে, আর ভিস্তারা 7.15 লক্ষ যাত্রী বহন করেছে।ট্রাভেল এজেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া (TAFI)-র পূর্ব ভারতের চেয়েরম্যান অনিল পাঞ্জাবি বলেন-“ভারতের দেশীয় বিমান সংস্থাগুলি যাত্রীদের কথা ভেবে অনেক সুবিধা লাগু করেছে। ভাড়াও এখন আগের চেয়ে অনেক সস্তা হয়েছে। মানুষ এখন আরো বেশি করে আকাশ পথের উপর নির্ভরশীল হচ্ছে, এটা তারই ফল। এ বছর শেষের দিকে এই চিত্র আরো ভালো জায়গায় পৌঁছে যাবে দেখবেন।”

বিমানে যাত্রী বহন ক্ষমতা

স্পাইসজেট জুলাই মাসে অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলির মধ্যে 92.4% সর্বাধিক প্যাসেঞ্জার লোড ফ্যাক্টর (পিএলএফ)নিয়ে প্রথম স্থান অর্জন করেছে।  এর পরে দ্বিতীয় স্থানে আছে গোএয়ার (90.4%), এয়ার এশিয়া (89.5%) ইন্ডিগো (89.5%) এবং ভিস্তারা (82.4%) ।যাত্রী লোড ফ্যাক্টরটি দেখায় যে প্রতিটি এয়ারলাইন্সের দেওয়া মোট আসনগুলির মধ্যে কে কত বেশি আসন পূরণ করতে পারছে।

সময় মতো উড়ান যাত্রা

এরপর যে বিষয়টি রিপোর্টে উঠে এসেছে- তা হল, দেশীয় বিমান সংস্থাগুলির মধ্যে কে সব চেয়ে সময় মতো উড়ান পরিষেবা দিতে পারছে তা নিয়েও প্রকাশিত হয়েছে রিপোর্ট। দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু চারটি মেট্রো বিমানবন্দরে সব চেয়ে প্রথমে রয়েছে গোএয়ার- তারা 80.5% অন-টাইম পারফরম্যান্সের (ওটিপি) রিপোর্ট করেছে।এরপর আছে এয়ারএশিয়া (77.7%) এবং ইন্ডিগো (4৪.৪%)।

অভিযোগের শীর্ষে

ডিজিসিএর তথ্য অনুসারে, জুলাই মাসে ১০,০০০ যাত্রী প্রতি ২.১টি অভিযোগ নিয়ে যাত্রীদের অভিযোগের তালিকায় এয়ার ইন্ডিয়া শীর্ষে ছিল, এবং স্পাইসজেট ১০ হাজার যাত্রীর প্রতি ০.৮ অভিযোগ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

Published on: আগ ৩০, ২০১৯ @ ২১:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 − = 24