মমতার সামনেই প্রধানমন্ত্রী মোদি বললেন- আত্মনির্ভর সোনার বাংলা গড়ার কথা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৩, ২০২১ @ ২২:০২

এসপিটি নিউজ:  একই মঞ্চে ছিলেন দু’জন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেমের কথা তুলে ধরে বলেন যে আজ দেশ আত্মনির্ভর হয়েছে। তিনি যা চেয়েছিলেন দেশ আজ তাই হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে আজ ১৩০ কোটি ভারতবাসী নেতাজির কাছে ঋণী। বিশ্বে আজ এমন কোনও শক্তি নেই যারা আমাদের আত্মনির্ভর হওয়া আটকায়।

আত্মনির্ভর ভারতের পাশপাশি সোনার বাংলারও প্রেরণা নেতাজি

মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসেছিলেন। তাঁর সামনেই প্রধানমন্ত্রী বলেন- “নেতাজি আত্মনির্ভর ভারতের পাশপাশি সোনার বাংলারও প্রেরণা।যে ভূমিকা তিনি স্বধীনতার জন্য পালন করেছিলেন আজ সেই ভূমিকা পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর করে তুলতে পালন করতেই হবে। আত্মনির্ভর ভারতের পাশপাশি আত্মনির্ভর সোনার বাংলাও গড়তে হবে। বাংলা এগোবে । এর গৌরবকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের গৌরবকে আরও এগিয়ে নিয়ে চলুন। আপনারা আপনাদের সঙ্কল্পে সফল হন।”

আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির স্মরণে একটি মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেছেন। নিজের বক্তব্যে মোদি বলেন যে নেতাজি, যিনি দেশের জন্য নিজের জীবন দিয়েছিলেন, আজ তিনি এই দেখে গর্বিত হতেন যে তাঁর স্বপ্নের ভারত মহামারীতে বিশ্বের অন্য দেশকে সহায়তা করছে।

নেতাজি বলেছিলেন – আমি স্বাধীনতা ভিক্ষা চাই না, আমি তা ছিনিয়ে নেব

প্রধানমন্ত্রী বলেন – “নেতাজি সুভাষ চন্দ্র বসু কেবল এই দিনে জন্মগ্রহণ করেননি, তবে ভারতের আত্ম-শ্রদ্ধার জন্ম হয়েছিল। আজকের এই দিনে, দাসত্বের অন্ধকারে সেই চেতনা ছিল, যিনি বিশ্বের বৃহত্তম শক্তির সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি স্বাধীনতা ভিক্ষা চাই না, আমি তা ছিনিয়ে নেব।”

নেতাজি আজকের ভারত দেখে গর্বিত হতেন

মো্দি বলেন- আজ নেতাজি দেখবেন যে নিজেই কোরিয়াকে লড়াই করে ভারত সফল হচ্ছে। নিজেই ভ্যাকসিন তৈরি করছেন। তিনি অন্য দেশে ভ্যাকসিন প্রেরণেও সহায়তা করছেন, তিনি কতটা খুশি হতেন।আজ ভারত সামরিক ক্ষেত্রেও পূর্ণ শক্তধর দেশ হয়ে উঠেছে। ভারতের হাতে আজ রাফালের মতো শক্তিশালী বিমান এসে গেছে। এমনকি ভারত আজ নিজেই তেজসের মতো শক্তিশালী যুদ্ধ বিমান তৈরি করছে। এসবই নেতাজি চেয়েছিলেন। ভারত আজ তাঁর ইচ্ছা মতোই গড়ে উঠেছে।

নেতাজির নাম শুনলেই আবেগতড়িত হই

এদিন প্রধানমন্ত্রী বলেন, নেতাজির নাম শুনলেই আবেগতড়িত হই। শক্তিসঞ্চারিত হয়। তিনি বলেন, শ্রদ্ধা জানাই নেতাজির মা প্রভাবতী দেবীকে। নেতাজিকে উদ্ধৃত করে তিনি বলেন, বিশ্বে এমন কোনও শক্তি নেই যে ভারতকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতে পারবে।তিনি আরও বলেন- নেতাজীর আদর্শেই আত্মনির্ভরতার পথ। এই বাংলাই ছিল নেতাজির কর্মভূমি। তার আদর্শেই আত্মনির্ভর হয়ে যুবসমাজকে এগিয়ে যেতে হবে। নরেন্দ্র মোদি বলেন, পরাক্রম ও প্রেরণার প্রতীক নেতাজি। মোদির আশ্বাস প্রতিবছর পরাক্রম দিবস পালিত হবে।

প্রধানমন্ত্রী বললেন- আজ সারা বিশ্বে হিন্দুস্তানের ডনকা বাজছে

নেতাজি সুভাষ চন্দ্র বোস যে শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিলেন তা আজ পূর্ণ হচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ (এলএসি) থেকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পর্যন্ত নেতাজি আজ যে রূপেই আমাদের দেখাতে চেয়েছেন, এই ভারতবর্ষই বিশ্ব আজ দেখছে। আজ বিশ্বজুড়ে বাজছে হিন্দুস্তানের স্টিং। আজ এক নতুন ও আত্মনির্ভর ভারত রূপ নিচ্ছে। তিনি বলেন যে যেখানেই ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা হয়েছিল, ভারত এর জোরালো জবাব দিচ্ছে। আজ আমাদের দেখে নেতাজি খুব খুশি হতেন। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত শক্তিশালী দিবস উদযাপনের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন যে আজ ভারত প্রতিটি ফ্রন্টে শক্তিশালী।

নেতাজি ছিলেন শক্তির প্রতীক

প্রধানমন্ত্রী আরও বলেন যে প্রধানমন্ত্রী হলেন এক শক্তির প্রতীক এবং এ জাতীয় দৃ প্রত্যয়ী ব্যক্তির পক্ষে অসম্ভব কিছুই ছিল না। বিদেশে গিয়ে ভারতীয়দের চেতনা কাঁপিয়েছিলেন তিনি। তিনি সারা দেশ থেকে প্রতিটি বর্ণ,  প্রতিটি অঞ্চলের মানুষকে দেশের সৈনিক করে তুলেছিলেন। নেতাজির সংকল্প ছিল যে আজাদ ভারতের ভূমিতে ভারতের স্বাধীন সরকারের ভিত্তি স্থাপন করা। ভারত দিল্লি থেকে খুব বেশি দূরে নয় বলে স্লোগান দিয়ে লাল কেল্লায় পতাকা উত্তোলনের স্বপ্ন পূরণ করেছিল।

Published on: জানু ২৩, ২০২১ @ ২২:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =