তদন্ত শেষ জানাতেই সিআইডি-কে আদালতের নির্দেশ- ভারতী ঘোষের সম্পত্তি হস্তান্তর করুন

Main রাজ্য
শেয়ার করুন

সিআইডি একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে বিচার প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়েছে।

পরবর্তী হাজিরার দিন থেকে ভারতী ঘোষ মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে।

Published on: আগ ৩১, ২০১৯ @ ২১:০৮

সংবাদদাতা- বাপ্পা মন্ডল

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৩১ আগস্ট:  ভারতী ঘোষের বিরুদ্ধে সিআইডি যে মামলা করেছিল তার তদন্ত শেষ হয়েছে। মেদিনীপুর আদালতে সিআইডি সেকথাই জানিয়ে দিল। আর তারপরেই আদালত সিআইডি-কে নির্দেশ দিলেন যে তারা তদন্তের সময় ভারতী ঘোষের বাড়ি ও যে সমস্ত সম্পত্তি আটক রেখেছিল তা যেন ফেরত দেয়।

মেদিনীপুর আদালতে সিআইডি

শনিবার মেদিনীপুর আদালতে গিয়ে সিআইডি জানিয়ে দেয় ভারতী ঘোষ মামলার তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। এরপর তারা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে বিচার প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়েছে। একই সঙ্গে এদিন পুনরায় প্রাক্তন দেহরক্ষী সুজিত মন্ডল-এর জামিনের আবেদন করা হলে আদালত পুনরায় তা নাকচ করে দেয়।

আদালতের নির্দেশ

তবে তদন্তের সময় ভারতী ঘোষের বাড়ি ও যে সমস্ত বিভিন্ন জিনিসপত্র সিআইডি আটকে রেখেছে, সেগুলি হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে ভারতী ঘোষের ছেলের যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল আদালত সেটি স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছিল আগেই, তারপরও তা না হওয়ায় ওই ব্যাংকের ম্যানেজারকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালতে হাজিরা ভারতী ঘোষের

শনিবার মেদিনীপুর আদালতে এ মামলায় হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন ভারতী ঘোষ ও জেল হেফাজতে থাকা তার প্রাক্তন নিরাপত্তারক্ষী সুজিত মন্ডল। পরবর্তী হাজিরার দিন থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।পুরনো ছবি

Published on: আগ ৩১, ২০১৯ @ ২১:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 55 = 61