MIG-27 ভেঙে পড়ল, সুরক্ষিত পাইলট

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৩১, ২০১৯ @ ১৭:০৪

এসপিটি নিউজ ডেস্কঃ রবিবার রাজস্থানের যোধপুরের কাছে বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২৭ ভেঙে পড়ে। বায়ুসেনা জানিয়েছে, ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় এই বিপত্তি। এই পরিস্থিতিতে পাইলট সময় থাকতেই বিমানটিকে অনেক দূরে নিয়ে যান। তিনি নিজেকে সুরক্ষিত করে নেন। তাঁকে হেলিকপ্টারে যোধপুরে নিয়ে যাওয়া হয়েছে। ভেঙে পড়া বিমানটিকে নিয়মিত অভ্যাসের জন্য উড়ানো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আকাশে থাকা অবস্থাতেই বিমানটিতে আগুন লেগে যায়।

বাড়মের থেকে উড়েছিল যুদ্ধবিমানটি

1) বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন- মিগ-২৭ রবিবার বেলা ১১টা ৪৫মিনিটে বাড়মের জেলার উত্তরলাই এয়ারবেস থেকে উড়ানটি উড়েছিল। এরপরই ইঞ্জিন খারাপ হয়ে যায়। এই সময় পাইলট বিমানটিকে যোধপুর থেকে ১২০ কিমি দক্ষিণে অচাষ যোগ্য জমিতে নিয়ে গিয়ে নিজেকে সুরক্ষিত করে বিমানের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেয়।এরফলে তিনি সুরক্ষিত থাকেন। এয়ারফোর্স ঘটনার তদন্তের আদেশ দিয়েছে।

2) বায়ুসেনার বিমানে সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মিগ-২১, মিগ-২৭। বিকানীরে ৮ই মার্চ মিগ-২১ ভেঙে পড়েছিল। গত ১০ বছরে বায়ুসেনার বিভিন্ন শ্রেণীতে তাদের ৯৯টি যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।

বেঁচে আছে মাত্র দুটি স্কোয়াড্রন

3) বায়ুসেনার কাছে সব চেয়ে নয়া বিমান সুখোই-৩০। এছাড়া অন্য সব বিমান অনেক পুরনো হয়ে গিয়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি হল মিগ শ্রেণী। এর মধ্যে মিগ-২১ -এর সংখ্যা ১১২টি। মিগ-২৭ হল ৪৪টি এবং মিগ-২৯ ৬৬টি। বাহাদুরের নামে বলশালী মিগ-২৭-এর দুটি স্কোয়াড্রন এখন বেঁচে আছে। দুটিই আছে যোধপুরে।

Published on: মার্চ ৩১, ২০১৯ @ ১৭:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 5