দুর্যোগের ছয় বছর বাদে স্বমহিমায় ঘুরে দাঁড়িয়েছে কেদারনাথ ধাম, ৩৬ দিনেই রেকর্ড ভিড়

দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

কেদারনাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ড্রিম প্রজেক্ট রীতিমতো দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

কেদারনাথের ইতিহাসে এই প্রথম এমনটা হচ্ছে, যখন সারা রাত ভক্তদের দর্শনের জন্য সারা রাত মন্দিরের দরজা খোলা রাখা হচ্ছে।

মাত্র ৩৬দিনেই ৬ লাখ ৩২হাজার ৫৭৬জন পৌঁছে গিয়েছেন কেদারনাথ দর্শনে।

Published on: জুন ১৬, ২০১৯ @ ২৩:৪৩

এসপিটি নিউজ, দেরাদুন, ১৬জুন:  দুর্যোগের ছয় বছর পর শুধু কেদারনাথই নয়, এখানে আসার গোটা যাত্রাপথের ছবিটাই পুরো বদলে গিয়েছে। যেভাবে দিন কে দিন যাত্রীদের উৎসাহ বেড়ে চলেছে তাতে মনেই হচ্ছে না ছয় বছর আগে এখানে ভয়াবহ এক দুর্যোগ ঘটে গিয়েছে।প্রথম দু’বছরে কেদ্রা যাত্রার‍্য যাত্রীদের সংখ্যা খুবই কম ছিল। কিন্তু তৃতীয় বছর থেকেই কিন্তু যাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। এ বছর তো যাত্রা শুরু হওয়ার মাত্র ৩৬ দিনেই ছবি রীতিমতো চমক লাগিয়ে দিয়েছে। দুর্যোগের ছয় বছর বাদে যা রীতিমতো রেকর্ড হয়ে গিয়েছে। সর্বভারতীয় এক হিন্দি সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুসারে ইতিমধ্যে যাত্রী সংখ্যা ৬ লাখের উপর চলে গিয়েছে। এই পরিস্থিতিতে এখানকার ব্যবসায়ীদের মুখেও হাসি চওড়া হতে শুরু করেছে। কেদারনাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ড্রিম প্রজেক্ট রীতিমতো দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

শেষ তিন বছরে বদলে গিয়েছে কেদারনাথ ধামের ছবি

১৬ই জুন, ২০১৩ সাল। আজকের দিনে এই কেদ্রাপুরী একেবারে ধুলিসাৎ হয়ে গিয়েছিল এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে। বহু মানুষের প্রাণ চলে গিয়েছিল। বহু মানুষ তাদের ভিটেমাটি হারিয়ে ধনে-প্রাণে শেষ হয়ে গিয়েছিলেন। অবশেষে তাদের উপর থেকে সেইদিনের সেই দুঃসময়ের কালো মেঘ সরে যেতে শুরু করেছে। এখন তারা মনে করতে শুরু করেছে -আবার সেই পুরনো দিনের মতো কেদারনাথ যাত্রা জেগে উঠবে। এখানকার আকাশ-বাতাসে ফের শোনা যাবে তীর্থযাত্রীদের মুখে জয় কেদারনাথের জয়। গত তিন বছরে তাদের সেই আশাকে আরও সুদৃঢ় করেছে যাত্রীদের উপস্থিতির ভিড়। দুর্যোগের ফলে গৌরীকুন্ড জাতীয় সড়ক রুদ্রপ্রয়াগ থেকে শুরু করে গৌরীকুন্ড পর্যন্ত সমস্ত স্থান ধুলিসাৎ হয়ে গিয়েছিল। কিন্তু এখন এই সড়ক আলভেদর সড়কের মতো করে তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে এই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।

যাত্রীদের সুবিধায় নজর

কেদারনাথে পায়ে হেঁটে যেসমস্ত যাত্রীরা পৌঁছন তাদের জন্য পথে পর্যাপ্ত সুবিধা ব্যবস্থা করা হয়েছে। কেদারনাথ ধামে এখন যাত্রীদের জন্য অপূর্ব কটেজ তৈরি করা হয়েছে। এছাড়াও তীর্থ পুরোহিতদের জন্য ২১০টি ঘর তৈরি করা হয়েছে। এমনকি যাত্রার পথে ১০ কিমি দূরত্বে ভীমবলী থেকে শুরু করে কেদারনাথ পর্যন্ত বেশ কিছু ছোট বাজার করা হয়েছে। সরকারি তরফে যা ব্যবস্থা করা হয়েছে তাতে মনে করা হচ্ছে এবছর রেকর্ড সংখ্যক যাত্রী হবে কেদারনাথ ধামে। এইবারই প্রথম, যখন কেদারনাথের ইতিহাসে এই প্রথম এমনটা হচ্ছে যখন সারা রাত ভক্তদের দর্শনের জন্য সারা রাত মন্দিরের দরজা খোলা রাখা হচ্ছে।

গত ছয় বছরে কেদ্রানাথ ধামে যাত্রীদের সংখ্যা

  • ২০১৯- ৬,৩২,৫৭৬
  • ২০১৮- ৭,৩২৩৯০
  • ২০১৭- ৪,৭১,২৩৫
  • ২০১৬- ৩,৪৯,১২৩
  • ২০১৫- ১,৫৯,৩৪০
  • ২০১৪- ৩৯,৫০০

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ড্রিম প্রজেক্ট

  • মন্দাকিনী নদীর তীরে ঘাট ও ছাউনি নির্মাণ।
  • মন্দিরের চারপাশের জায়গাকে সুন্দর করে গড়ে তোলা এবং মন্দিরের সামনে থেকে ২০০ মিটার পর্যন্ত লম্বা কংক্রিটের রাস্তা নির্মাণ।
  • তীর্থ পুরোহিতদের জন্য ২১০টি ঘর নির্মাণ।
  • ধামে ৪০০মিটার লম্বা আস্থা পথ নির্মাণ।
  • কেদারধাম থেকে গরুরচট্টিকে যুক্ত করা হয়েছে।
  • যাত্রীদের থাকার জন্য মনোরম সুদৃশ্য কটেজ বানানো হয়েছে।
  • কেদারনাথে অত্যাধুনিক স্বাস্থ্য সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

 এখনও বাকি

আদি শঙ্করাচার্যের সমাধি ক্ষেত্র। এখানে আসা পুরোহিতদের জন্য ঘর। গরুরচট্টি থেকে ভীমবলী পর্যন্ত পায়ে হাঁটা পথের নির্মাণ। কেদারনাথ মন্দিরের পিছনে ব্রহ্মবাটিকা নির্মাণ। চারধাম যাত্রার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে কেদারনাথ ধাম।

যেভাবে বেড়ে চলেছে কেদারনাথের যাত্রী সংখ্যা

কেদারনাথের ভৌগলিক অবস্থান অবশ্যই অন্য তিন ধামের চেয়ে একটি দুর্গম। তবু এত কিছুর পরেও কেদ্রানাথ ধামে যাত্রীদের সঙ্খ্যা অন্য তিন ধামের চেয়ে বেশি হয়। গত এক সপ্তাহে ২ লাখ ৯ হাজার ৫৫জন যাত্রী কেদারপুরী দর্শনে পৌঁছেছেন। যেখানে এ পর্যন্ত বদ্রীনাথে যাত্রীর সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৮৮জন। যা কেদারনাথের চেয়ে ৫৯ হাজার ৯৬৭জন কম। এবার কেদ্রানাথ যাত্রায় খুব ভিড় হচ্ছে। গত বছর যেখানে সারা মরশুমে যাত্রী সংখ্যা ৭.৩২ লাখ হয়েছিল সেখানে এবার মাত্র ৩৬দিনেই ৬ লাখ ৩২হাজার ৫৭৬জন পৌঁছে গিয়েছেন কেদারনাথ দর্শনে। ওই হিন্দি সংবাদ মাধ্যমটিকে জ্জেলাশাসক মঙ্গেশ ঘিল্ডিওয়াল জানিয়েছেন- কেদারনাথ দর্শনে যাত্রী সংখ্যা বাড়তে থাকায় এটা ভবিষ্যতের পক্ষে অত্যন্ত শুভ ইঙ্গিত। প্রশাসন যাত্রীদের সুবিধার দিকে সরমের নজর রাখছে। চেষ্টা করা হচ্ছে তাদের যাতে কোনওরকমের অসুবিধার মধ্যে পড়তে না হয়।

এই সপ্তাহের হিসেব কেদারনাথ ও বদ্রীনাথে

  • তারিখ     কেদারনাথ           বদ্রীনাথ
  • ৮ জুন      ৩৫১২২     ২০১২৮
  • ৯ জুন      ৩৪৩০০    ২০১২৮
  • ১০জুন      ৩৬০২১    ২৩২৮০
  • ১১জুন      ৩৩২৯৬   ২৪২০০
  • ১২জুন      ২৭৭০০     ২১৭৭৯

Published on: জুন ১৬, ২০১৯ @ ২৩:৪৩

ছবি সৌজন্যে- জাগরন


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1