এবার কি তবে নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং-ও বিজেপিতে যোগ দিচ্ছেন

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৬, ২০১৯ @ ২০:৪৭

এসপিটি নিউজ ডেস্কঃ বারাকপুর লোকসভা কেন্দ্রে নিজেদের সংগঠন ফের নতুন করে গড়ে তোলার কঠিন লড়াই শুরু করতে হবে আবার তৃণমূল কংগ্রেসকে। কারণ, এই সংসদীয় কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূলের সংগঠন তাসের ঘরের মতো ভেঙে পড়া শুরু হয়েছে। ইতিমধ্যে ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে তাদের হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়ে সাংসদ হয়েছেন। এরপর বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ও যোগ দিয়েছেন বিজেপিতে। এবার কি নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং-ও একই পথে হাঁটতে চলেছেন?

কারণ, ইতিমধ্যে তিনি গাড়ুলিয়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে, সুনীল সিং-এর বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে তৃণমূলকে বারাকপুর সংসদীয় কেন্দ্রে বড়সড় ক্ষতির মুখোমুখি হতে হবে।

সুনীল সিং-এর আরও কয়েকটি পরিচয় আছে। তিনি হলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর আত্মীয়। একই সঙ্গে তিনি হলেন গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যানও। বর্তমানে তৃণমূল কংগ্রেস তাঁকে বারাকপুর সংসদীয় কেন্দ্রের দলের আহ্বায়কও করেছে।

রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল কংগ্রেস সব জেনেও কেন এত বড় ভুল করল? কারণ, অর্জুন সিং যখন বিজেপিতে যোগ দিয়েছেন তখন সুনীল সিংও সেই দলে যোগদান আজ হোক কিংবা কাল করবেনই। এক্ষেত্রে তারা সময়ের অপেক্ষা করছিল। ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, হালিসহর, কাঁচরাপাড়া পুরসভা্র তৃণমূলের কাউন্সিলরদের যখন অর্জুন সিং বিজেপিতে যোগদান করালেন তখন কেন তিনি গাড়ুলিয়ার কাউন্সিলরদের করালেন না? এটা চিন্তা করা উচিত ছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে।

নৈহাটি কিংবা কাঁচরাপাড়া সর্বত্রই দলীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হয়েছেন সুনীল সিং। তিনি নিজেও মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখিয়ে এখানকার দলীয় কর্মীদের অভয় দিয়ে বলেছেন- “আপনারা এক জোট হন। ভয় পাবেন না। আপনারা এক থাকলে কেউ আপনাদের কিছু করতে পারবে না। আমার গাড়ুলিয়া পুরসভাতে তো একজন কাউন্সিলরও বিজেপিতে যোগ দেয়নি।” এবার সেই সুনীল সিং দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তবে কি এবার সুনীল সিং-ও তৃণমূল কংগ্রেসকে টা-টা বাই-বাই করতে চলেছেন? এজন্য আর কয়েক ঘণ্টা আমাদের অপেক্ষা করতেই হবে।

Published on: জুন ১৬, ২০১৯ @ ২০:৪৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

72 − 70 =