১৯৭১ সালের ১৮ এপ্রিল: বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন

Main দেশ প্রবাস বাংলাদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১৯, ২০২২ @ ১১:০০
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ এপ্রিল: ফিরে এল সেই ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ১৮ এপ্রিল, দুপুর ১২টা ৪১ মিনিট। কলকাতার সেই মিশনেই চমকপ্রদভাবেই বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হল। বাংলাদেশের পতাকা বিদেশে যে মিশনে প্রথম উত্তোলিত হয়েছিল। ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়ার পরদিনই কলকাতায় পাকিস্তানের মিশন বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করে।
গতকাল সোমবার সকালে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কর্মকর্তারা কলকাতায় অবস্থিত উপ-হাইকমিশনের চারদিকে প্রদক্ষিণ করে। পতাকার চার কোনায় চার উইং প্রধান প্রথম সচিব (বাণিজ্যিক) মো: শামসুল আরিফ, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, কাউন্সিলর (কন্স্যুলার) মো: বশির উদ্দিন, ও কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, এবং মাঝে পতাকা ধরে ছিলেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। তাঁদের সঙ্গে অংশ নেন কাউন্সেলর (রাজনৈতিক) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, কাউন্সেলর (রাজনৈতিক) এবং দূতালয় প্রধান মিজ শামীমা ইয়াসমীন স্মৃতি, প্রথম সচিব (রাজনৈতিক-২) মিজ সানজিদা জেসমিন, দ্বিতীয় সচিব (কন্স্যুলার) রাসেল জমাদার, তৃতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীতের সাথে উপ-হইকমিশনার পতাকা উত্তোলন করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় পাকিস্তানের উপ-দূতাবাসে কর্মরত মিশন প্রধান এম হোসেন আলী ৬৫ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারিসহ বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন এবং পরবর্তীতে তাঁরা মুজিবনগর সরকারের নির্দেশনায় মিশন পরিচালনা করেছিলেন। কলকাতা মিশনের পতাকা উত্তোলন বহির্বিশ্বে আরও কয়েকটি মিশন অনুসরন করে। এ ঘটনা নিয়ে ১৯৭১ সালের ১৯ এপ্রিল কলকাতার সকল পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় যা সারাবিশ্বে সাড়া ফেলে।

Published on: এপ্রি ১৯, ২০২২ @ ১১:০০

 


শেয়ার করুন