মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বস্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার করে নিলেন

Main দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

“আমাদের এই আন্দোলনের ফলে গোটা রাজ্যের বহু মানুষ কষ্ট পেয়েছেন। আমরা এজন্য তাদের কাছে ক্ষমাপ্রার্থী।”- বললেন জুনিয়র ডাক্তাররা

হাসপাতালে গ্রিভেন্স রিড্রেসাল সেল গঠন করা হবে। নিয়োগ করা হবে একজন করে নোডাল অফিসারও।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ডাক্তারদের গায়ে কোনওভাবেই কেউ যেন হাত না দেয়। তাদের উপর কেউ যেন হামলা না করে।

Published on: জুন ১৭, ২০১৯ @ ২২:৫২

এসপিটি নিউজ, কলকাতা, ১৭জুন: অবশেষে ছয়দিনের মাথায় জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর।

এনআরএস মেডিক্যাল কলেজের এক জুনিয়র ডাক্তার বৈঠক শেষে হাসপাতালে দাঁড়িয়ে বলেন- “আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি আমাদের কথা মন দিয়েছে শুনেছেন এবং ডাক্তারদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। ডাক্তাররা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় তারা আশ্বস্ত। তিনি তাদের তোলা সমস্ত বিষয়টি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেইমতো সময়ও প্রয়োজন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে নিলাম।”

জুনিয়র ডাক্তাররা যা বললেন

“আমরা এই আন্দোলনে পাশে পেয়েছি সমস্ত সিনিয়র, জুনিয়র ডাক্তার, রোগীদের, সাধারণ মানুষকে। তাদের সকলকে আমাদের ধন্যবাদ। আমাদের এই আন্দোলনের ফলে গোটা রাজ্যের বহু মানুষ কষ্ট পেয়েছেন। আমরা এজন্য তাদের কাছে ক্ষমাপ্রার্থী। গোটা দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করব ভবিষ্যতেও যেন এই একতা থাকে। ” বলেন ওই জুনিয়র ডাক্তার।

মুখ্যমন্ত্রী ডাক্তারদের প্রস্তাব মেনে নিয়ে হাসপাতালে গ্রিভেন্স রিড্রেসাল সেল গঠন করার বিষয়ে আশ্বাস দিয়েছেন এবং কলকাতার নগরপাল অনুজ শর্মাকে কলকাতার প্রতিটি হাসপাতালে একজন করে নোডাল অফিসার নিয়োগ করার কথা জানিয়েছেন ।

মুখ্যমন্ত্রী আগে যা বলেছিলেন

এর আগে গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সব কিছু বিবেচনা করে তিনি এখানে এসমা বা এসে৪নসিয়াল সার্ভিসেস মেইন্টেন্যান্স অ্যাক্ট জারি করেননি এবং ডাক্তারদের তিনি অনুরোধ করেছিলেন তারা যেন কাজে যোগ দেন।

ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী

এদিন জুনিয়র ডাক্তারদের অনুরোধ মেনে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত জুনিয়র ডাক্তারকে দেখতে যান। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ডাক্তারদের গায়ে কোনওভাবেই কেউ যেন হাত না দেয়। তাদের উপর কেউ যেন হামলা না করে। ডাক্তারদের উপর হামলা করলে তাদের কিন্তু রেয়াত করা হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডাক্তারদের আবেদন

সেই কথার সূত্র ধরে জুনিয়র ডাক্তার বলেন-” ডাক্তারদের গায়ে হাত তুলবেন না। আপনার অভিযোগ থাকতেই পারে, কিন্তু তা বলে ডাক্তারকে মারধর করবেন না। আমরা মনে করি, কোনও পেশার লোকজনের উপর হাত তোলা তাদের উপর আক্রমন করাটা আইনত দন্ডনীয় অপরাধ। এটা দয়ে করে করবেন না। এই অনুরোধ সকলের কাছে রাখছি।”

Published on: জুন ১৭, ২০১৯ @ ২২:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 + = 49