দাঁতালের তান্ডবে ফসলের ক্ষতি, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                          ছবি-বাপন ঘোষ

Published on: সেপ্টে ৬, ২০১৮ @ ২১:২৬

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বরঃ ফের হাতির তান্ডবে জেরবার এলাকা। বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট। আর এর জেরে পথ অবরোধে নামল গ্রামবাসীরা। যার জেরে নাকাল হতে হল পথচলতি মানুষকে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক জুড়ে এই ঘটনায় জেরবার সাধারণ মানুষ।

জানা গেছে, গতকাল রাত থেকে সাঁকরাইল ব্লকের বিভিন্ন গ্রামে দলমার দাঁতালের তান্ডব শুরু হয়েছে। লোধাশুলি রেঞ্জের জঙ্গল থেকে ৪০-৫০ টি হাতির একটি দল সাঁকরাইল ব্লকে প্রবেশ করে।তারা ব্লকের বিভিন্ন গ্রামে ঢুকে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট করে। এমনকি,বেশ কয়েকটি কাঁচা বাড়িও তারা ভেঙে গুড়িয়ে দেয়।

রোহিনী, আন্ধারি, বহরাদারি, ঘরধরা এলাকায় জমির ফসল ও ধানের তলা নষ্ট করে।কয়েকশো একর জমির ফসল নষ্ট করে এবং বেশ কয়েকটি বাড়িতেও তান্ডব চালায়।এর মধ্যে আন্ধারি এলাকায় ফসলের ক্ষতির পরিমান সবচেয়ে বেশি।

বন দফতরকে খবর দিয়েও কোনও সুরাহা হয়নি। এরপরি ক্ষুব্ধ গ্রামবাসীরা রোহিন্র থেকে সাঁক্রাইল যাওয়ার রাস্তা অবরোধ করে রাখে। এর ফলে দেখা দেয় বিশাল যানযট। পথচলতি মানুষের দুর্ভোগ বাড়ে। পরিস্থি জটিল আকার নেওয়ায় অবশেষে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে ওবরোধ তুলে নেওয়া হয়।

বর্তমানে ধানি জমির উপর হাতিগুলি রয়েছে। যা দেখতে সারা দিন ধরেই ছিল উৎসাহী মানুষের ভিড়।

Published on: সেপ্টে ৬, ২০১৮ @ ২১:২৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 6 =