জাপানে বিধ্বংসী ভুকম্পে ৯জনের মৃত্যু, ৩১জন নিখোঁজ

বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ৬, ২০১৮ @ ২২:৫৬

এসপিটি নিউজ ডেস্কঃ ভয়াবহ এক ভূকম্পে জাপানের দক্ষিনপশ্চিম এলাকা হোক্কাইডো প্রবল্ভাবে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯জনের। রিখটর স্কেলে ভুকম্পের তীব্রতা ছিল ৬.৭। সেটা পরে ৭-এ পৌঁছয়। এর ফলের গোটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাপান টাইমস সূত্রে জানা যাচ্ছে, প্রায় ৪০ কিলোমিটার এলাকা ভূকম্পের শিকার হয়েছে। ভূমিকম্পে থার্মাল পাওয়ার প্লান্ট ধ্বংস হয়ে যাওয়ায় প্রায় ৩০ লক্ষ ঘ-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।জাপান সরকার পরিস্থিতি মোকাবিলায় তৎপরতা দেখিয়েছে। ইতিমধ্যে ২৫,০০০ মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

জাপান টাইমসকে দেওয়া এক বিবৃতিতে স্যাপ্পোরোর বাসিন্দা অ্যারন গাস্তিন জানিয়েছেন, এমন ভূকম্প তিনি এর আগে দেখেননি। এটা তার দেখা খুব শক্তিশালী ভূকম্প। আমি আমার শিশুকে নিয়ে খুব উদ্বেগে ও অপেক্ষায় আছি। ছবিঃ গুগল

Published on: সেপ্টে ৬, ২০১৮ @ ২২:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 69 = 75