তুষারপাত শুরু হয়েছে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায়

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ১৪, ২০২২ @ ১২:০৬

এসপিটি নিউজ: আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করে দিয়েছে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এলাকায়। একাধিক জায়গায় শুরু হয়েছে তুষারপাত। এরই মধ্যে কুপওয়ারা জেলায় গতকাল মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। এছাড়াও কাশ্মীর উপত্যকার একাধিক এলাকায় এবং হিমাচলের কিছু এলাকায় তুষারপাত হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী হিমাচলের কিন্নর জেলার প্রত্যন্ত এলাকায় ও সীমান্ত পঞ্চায়েত এলাকায় ৩ থেকে ৬ ইঞ্চি তুষারপাত হয়েছে। গতকাল রাত থেকে আদিবাসী এলাকায় তুষারপাত হচ্ছে।  লাহৌল-স্পিতির কাজায় বরফের সাদা চাদর বিছানো হয়েছে এবং তুষারপাতের সাথে মানুষের সকাল হয়েছে। এমনকি রাজ্যের রাজধানী সিমলার নারকান্দা পর্যন্ত বরফের সাদা ছোপ পড়তে শুরু করেছে, হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে হঠাৎ করেই বেড়ে গেছে।

আদিবাসী এলাকা ছাড়াও কাংড়া জেলার ধৌলাধর রেঞ্জেও তুষারপাত হয়েছে। য়াবহাওয়া দফতর থেকে বলা হয়েছে যে খারাপ আবহাওয়ার এই ধারাবাহিকতা আগামী ২ দিন অব্যাহত থাকবে। অন্যদিকে, কিন্নর জেলায় সকাল থেকেই উঁচু এলাকায় তুষারপাত হচ্ছে। কিন্নর পর্যটন স্থান কল্পা, ছিটকুল, নেসাং, আসরাং, হ্যাঙ্গো এবং রোপা ইত্যাদিতে আজ সকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে। একইভাবে, অন্যান্য অনেক এলাকায়ও তুষারপাতের খবর পাওয়া গেছে।

Published on: নভে ১৪, ২০২২ @ ১২:০৬


শেয়ার করুন