ড. সুরুচি মোহতার মতো গায়ক আমাদের ঐতিহ্য – হিংলাজ দান রতনু

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১৩, ২০২২ @ ২৩:৫৫

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ নভেম্বর: অসাধারণ এক সংগীত সন্ধ্যা উপহার দিল কলকাতায় রাজস্থান তথ্য কেন্দ্র। মুম্বই-এর সঙ্গীত শিল্পী ড. সুরুচি মোহতা রাজস্থানী লোকগীতি সহ মা করোনি মাতার ভজন গেয়ে শ্রোতাদের মন জয় করেন। অনুষ্ঠানের মুখ্য আয়োজক রাজস্থান তথ্য কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রতনু বলেন- ড. সুরুচি মোহতার মতো একজন মহান গায়কের আগমনে এই অঙ্গনটি পবিত্র হয়ে উঠেছে, আমি রাজস্থান সরকারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই।

‘অ্যান ইভনিং ডেডিকেটেড টু মিউজিক’

গত শনিবার সংস্কৃতি সৌরভ এবং কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ দ্বারা আয়োজিত ‘অ্যান ইভনিং ডেডিকেটেড টু মিউজিক’-এ কলকাতার রাজস্থান তথ্য কেন্দ্র অডিটোরিয়ামে ডঃ সুরুচি মোহতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দান রতনু।নিজের অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে হিংলাজ বলেন- শব্দ হল ব্রহ্ম এবং কণ্ঠের সন্ধানকারীরা হল আমাদের সংস্কৃতির বাহক।

ডিঙ্গলের একটি ছন্দ তুলে ধরেন হিংলাজ দন রতনু

এদিন ডিঙ্গলের একটি ছন্দ তুলে ধরে রতনু বলেন- “জলমে তো জাগ মে ঘানা, জিউন আয়া তিওঁ যায়, সুর সাধক সাধে শব্দ, গীত মানখো গায়।” তিনি বলেন যে ড. সুরুচি মোহতার মতো একজন মহান গায়কের আগমনে এই অঙ্গনটি পবিত্র হয়ে উঠেছে, “আমি রাজস্থান সরকারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।”

সুরুচি মোহতার গানে মন্ত্রমুগ্ধ শ্রোতারা

এদিন ড. সুরুচি মোহতা নিজের সুরেলা কণ্ঠে রাজস্থানী লোকগীতি, ভজন, দাদরা, ঠুমরির প্রাণবন্ত পরিবেশন করে সঙ্গীতের অনুষ্ঠানকে এক অন্য উচ্চতায় নিয়ে যান। তার কণ্ঠে মা করনি মাতার ভজন ও কবিতা শুনে উপস্থিত সকলে মন্ত্রমুগ্ধ হয়ে যান।  মহানগরের বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন, কবি প্রমোদ শাহ।

Published on: নভে ১৩, ২০২২ @ ২৩:৫৫


শেয়ার করুন