আজ পুলিশ স্মারক দিবসঃ ঝাড়গ্রামে সিআরপিএফ কার্যালয়ে সেই বীর শহীদদের জানানো হল শ্রদ্ধা

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                          ছবি-বাপন ঘোষ

Published on: অক্টো ২১, ২০১৮ @ ২০:৫০

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২১ অক্টোবরঃ আজ থেকে ৫৮ বছর আগে আজকের দিনে দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ১০জন সিআরপিএফ জওয়ান। তাদের সেই ত্যাগ কোনওদিন ভুলবে না ভারতীয় পুলিশ। ১৯৫৯ সালের ২১শে অক্টোবর লাদাখের হাড়কাঁপানো ঠান্ডায় এক উষ্ণ প্রষ্ণবনে অভিযান চালাতে গিয়ে চিনের বিশাল সংখ্যক চিনা সৈন্যদের হাতে প্রাণ ত্যাগ করতে হয়েছিল ১০জনকে। তাদের সেদিনের সেই আত্মবলিদানকে মনে রেখে আজকের দিনটি সারা দেশে ভারতীয় পুলিশ স্মারক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

রবিবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে সিআরপিএফ-এর ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের সদর কার্যালয়ে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্ট আনন্দ ঝা ৪১৯জন শহিদদের নাম পড়েন যাঁরা গত ২০১৭ সালের ১লা সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩১শে আগস্ট পর্যন্ত দেশের জন্য নিজের জীবন দিয়েছেন। এদিন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

প্রথা মেনে সিআরপিএফ তাদের শদ্ধা জ্ঞাপন করে। সারা দেশেই আজ সাহসী সেই পুলিশ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সেদিনের সেই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সালটা ১৯৫৯ সালের ২১শে অক্টোবর। খবর আসে লাদাখের বরফে আচ্ছাদিত ভেলোরের সাগা এলাকায় উষ্ণ প্রষ্ণবনের ভিতর শত্রুরা আত্মগোপন করে আছে। সিআরপিএফের ২০জন জওয়ান চটজলদি সেখানে রওনা দেন।তারা যখন সেখানে তল্লাশি চাল্লাচ্ছে ঠিক সেই সময় বিপুল সংখ্যক চিনা সৈন্যরা অতর্কিতে তাদের উপর আক্রমণ করে। এমন ভয়াবহ ছিল সেই আক্রমণ যে প্রতিরোধ করার সময় পর্যন্ত পাননি আমাদের বীর জওয়ানরা। প্রতিরোধের আগেই মাতৃভূমিতে লুটিয়ে পড়েছিলেন ১০জন তরতাজা যুবক। যারা দেশ রক্ষার ব্রত নিয়ে জীবনকে বাজি রেখে পুলিশের উর্দি গায়ে চড়িয়েছিলেন।

বরফে ঢাকা সাদা পাথুরে এলাকা আমাদের মাতৃভূমি ১০জন জওয়ানের রক্তে লাল হয়ে গেছিল। বাকি ১০জন প্রাণপণ যুদ্ধ চালিয়ে ছিলেন। সাহসী সেই বীর জওয়ানদের জানানো হয় শ্রদ্ধা।

আমাদের দুর্ভাগ্য যে এমন একটা দিনের কথা সারা ভারতবাসী কিন্তু সেভাবে জানতেই পারে না। এই কাজে দেশের সমস্ত সংবাদ মাধ্যমকে আরও সক্রিয় হতে হবে বলে মনে করে সংবাদ প্রভাকর টাইমস।দেশের সার্বভৌমত্ব, দেশের স্থিতিশীলতা, দেশের মর্যাদা রক্ষার জন্য গণমাধ্যমকে আরও বেশি করে অগ্রণী ভূমিকে নিতে হবে। আমাদের পত্রিকাও সেই সাহসী বীর পুলিশ জওয়ানদের নত মস্তকে প্রণাম জানাই।

Published on: অক্টো ২১, ২০১৮ @ ২০:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4