‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের বাংলায়’- গানটি গেয়ে কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় জানালেন তাঁর কৃতজ্ঞতা

Main দেশ বাংলাদেশ বিনোদন রাজ্য
শেয়ার করুন

“কত গভীরভাবে দেশকে ভালোবাসলে ভাষাকে ভালোবাসলে তবে এইভাবে লড়াই করা যায়। ইতিহাসে এ লড়াইয়ের কথা লেখা থাকবে। যুগ যুগ ধরে এ কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।”- কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়
 Published on: জানু ১৬, ২০২১ @ ১২:৫৩
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ জানুয়ারি:   বাংলাদেশ আজ স্বাধীন দেশ। কিন্তু তবু কেমন যেন একটা টান রয়েই গেছে এপার বাংলার সঙ্গে ওপার বাংলার মানুষের। মাঝেমধ্যেই আমরা তার প্রতিফলন দেখতে পাই।একদিন আমরা ছিলাম এক হয়ে কিন্তু সীমানার প্রাচীর দুই বাংলাকে পৃথক করে দিয়েছে। তবে সঙ্গীত-সংস্কৃতি-ঐতিহ্যে আজও দুই বাংলা এক সুতোয় বাধা হয়ে আজও। আর তাই তো কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সদ্য প্রকাশিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যাত্রার উপর অনবদ্য এক তথ্যচিত্র প্রকাশ করেছে। যার শিরোণাম সঙ্গীত ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের বাংলায়’ গেয়েছেন কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।এই গান গেয়ে তিনি অভিভূত। অত্যন্য মার্জিত ও শ্রদ্ধার সঙ্গে তিনি জানিয়েছেন তাঁর কৃতজ্ঞতা। বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি জানিয়েছেন তাঁর বার্তা।

কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় যে কথাগুলি বলেছেন
  • বাংলাদেশ উপ-হাইকমিশনকে দেওয়া ছোট্ট এক সাক্ষাৎকারে কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জানিয়েছেন তাঁর মনের কথা। তিনি বলেছেন-“আমাদের সকলের শ্রদ্ধেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমাদের বাংলাদেশের হাইকমিশন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
  • “১৯৭২ সালে ওর সম্বর্ধনা অনুষ্ঠানে আমার দুটো গান আমি রেকর্ড করেছিলাম গ্রামোফোন কোম্পানিতে। সুরকার ছিলেন সুধীন দাশগুপ্ত আর গীতিকার ছিলেন বাংলাদেশের একজন কবি। কত গভীরভাবে দেশকে ভালোবাসলে ভাষাকে ভালোবাসলে তবে এইভাবে লড়াই করা যায়। ইতিহাসে এ লড়াইয়ের কথা লেখা থাকবে। যুগ যুগ ধরে এ কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।”
  • “আমার ভীষনভাবে মনে হয় কারণ এখন আমরা বলি-বাংলাদেশ প্রতিবেশী দেশ। কিন্তু আমরা তো একসঙ্গে ছিলাম! আর আমার বলবার বিষয় এটাই যে আমার বাংলাদেশের ভাইবোন সবাইকে সশ্রদ্ধ প্রণাম আমার সশ্রদ্ধ নমস্কার মঙ্গলকামনা ও ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন।”
যে প্রেক্ষাপটে গানটি লেখা হয়েছে

১৯৭২ সালে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মিয়াওয়ালী কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন, অতপর দিল্লি হয়ে বাংলাদেশে ফেরার পথে কলকাতাবাসীর আবেগের জায়গা থেকে প্রখ্যাত গীতিকার আবিদুর রহমানের কথায় প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুধীন দাশগুপ্তের সুরে ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের বাংলায়’ এ ঐতিহাসিক গানটি সৃষ্টি হয়। তথ্যচিত্রটিতে ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের বাংলায়’ গানের মূল শিল্পী কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায় ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণ করে মহান নেতাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

Published on: জানু ১৬, ২০২১ @ ১২:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =