তুষারপাতে আটকে লাহুলে বহু মানুষ, সুড়ঙ্গ দিয়ে গন্তব্যে পৌঁছে দেবার প্রয়াস

Main আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ১৪, ২০১৮ @ ২১:৪৪

এসপিটি নিউজ, সিমলা, ১৪ অক্টোবরঃ এবার যে পরিমানে হিমালয় অধ্যুষিত রাজ্যগুলির পাহাড়ি এলাকার উপরিভাগে তুষারপাত হচ্ছে তাতে ঠান্ডা যে কিরকম হতে পারে তার আঁচ কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। ইতিমধ্যে রবিবার থেকে শুরু হওয়া তুষারপাতের ফলে রোটাং-এর পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। লাহুলের কোকসার গ্রামে ১ট ইঞ্চি বরফ জমেছে। লাহুলের দারচা, ইয়োচে,মায়ড় ঘাটি, জিসপা এবং নেঙ্গগার গ্রামে ভারী তুষারপাত হয়েছে। রোটাং এবং রাহনীবনালায় এক ফুট, মদিতে পৌনে ফুট, বাসনালাতে আধ ফুট এবং গুলাবা এবং ফাতরুতে ৪ ইঞ্চি তুষারপাত হয়েছে।

রোটাং-এর ওপারে কোকসারের গোধলা গ্রামে ৫ থেকে ৮ ইঞ্চি নান্দী এবং গোশাল সহ জেলা সদর কেলং-এ ৩ ইঞ্চি বরফ জমেছে। এমন তুষারপাতের ফলে লাহুল এবং কুলুতে বহু মানুষ আটকে রয়েছেন। জাগরন সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ৭০ শতাংশ লাহুলের মানুষের ঘর আছে কুলু-মানালিতে, কাজেই তাদের যাতায়াত লেগেই থাকে। তুষারপাতের ফলে তাদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় খুব অসুবিধার মুখে পড়েছেন তারা।

আটকে পড়া মানুষজন হিমাচল প্রেদেশ সরাকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে সরকার এই বিপদের সময়ে তাদের যেন রোটাং-এর সুড়ঙ্গ ব্যভারের অনুমতি দেয় যাতে তারা খুব সহজেই এই পরিস্থিতিতে নিজের গন্তব্যে পৌঁছতে পারেন। এদিকে কৃষিমন্ত্রী ডা. রাম লাল জাগরনকে জানিয়েছেন-তারা আটকে পড়া মানুষজঙ্কে যথাসম্ভব সাহায্য করবেন। তিনি এও জানিয়েছেন আটকে পড়া লোকজনকে রোটাং সুড়ঙ্গ দিয়ে বের করে আনা হবে।  ছবি-জাগরন

Published on: নভে ১৪, ২০১৮ @ ২১:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + = 5