আমরা কশ্মীর চাই না, পাকিস্তান চার প্রান্ত সামলাতে পারছে নাঃ শাহিদ আফ্রিদির মন্তব্যে আলোড়ন

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: নভে ১৪, ২০১৮ @ ২০:৪৬

এসপিটি নিউজ ডেস্কঃ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির জম্মু-কাশ্মীর নিয়ে মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে। এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে। যেখানে আফ্রিদি সাফ জানিয়েছে- পাকিস্তানের চাই না কাশ্মীর।এমনিতেই পাকিস্তান তার চার প্রান্ত সামলাতে পারছে না।লন্ডনে পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটারের এমন মন্তব্যে শোরগোল পড়ে গেছে।

লন্ডনে করা সেই মন্তব্যে আফ্রিদি বলেন-“কাশ্মীর পাকিস্তানের কোনও প্রয়োজন নেই। এমনকী এই জায়গা ভারতকেও দেওয়া যাবে না। কাশ্মীরকে স্বাধীন থাকতে হবে। তাহলে অন্তত মানবতা তো বাঁচবে। মানুষকে মারতে দেবেন না। পাকিস্তান চার প্রান্ত ঠিক মতো সামলাতে পারছে না। আমরা কশ্মীর চাই না। মনুষ্যত্ব বড় জিনিস। ওখানে মানুষকে হত্যা করা হচ্ছে, এটা খুব দুঃখজনক। যে কোনও সম্প্রদায়ে মানুষ যদি মারা যায় তাহলে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”

এর আগেও কিন্তু শাহিদ আফ্রিদি কাশ্মীর নিয়ে বড় মন্তব্য করেছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি এক ট্যুইট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন-” কাশ্মীরের পরস্থিতি ভয়াবহ ও উদ্বেগজনক। সেখানে আত্মনির্ণয় এবং স্বাধীনতার আওয়াজকে দমন করতে শাসনের নামে নির্দোষীদের হত্যা করা হচ্ছে। সংযুক্র রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংগঠন কোথায় গেল? এই সংগঠনগুলি এধরনের হত্যালীলা বন্ধ করতে কেন কিছু করছে না?” ছবি-গুগল

Published on: নভে ১৪, ২০১৮ @ ২০:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

59 + = 60