অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১৩, ২০১৮ @ ১৩:৪৭

এসপিটি নিউজ ডেস্কঃ ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশের ঠিক দু’মাস আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতা আসছেন। দিনও স্থির করে ফেলেছেন তিনি। আগামী ১৯শে নভেম্বর। দেশের এই দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।

সম্প্রতি চন্দ্রবাবু নাইডু এক বিবৃতিতে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীকে বিজেপি বিরোধী জোটে একত্রিত করার কথা। এই দুই নেত্রীকে সবচেয়ে আগে প্রয়োজন। তিনি এও মনে করেন এদের দল আঞ্চলিক দলগুলির মধ্যে এই মুহূর্তে অধিক শক্তিশালী। বিজেপির বিরুদ্ধে লড়তে হলে তাই এই দুই নেত্রীকে একত্রিত করা সবচেয়ে বেশি প্রয়োজন।

বিজেপির বিরুদ্ধে সারা দেশে সবচেয়ে আগে আওয়াজ তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে সারা দেশের মানুষকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করার কথা মমতাই বলেছিলেন। এমনকী “২০১৯ বিজেপি ফিনিশ”-এই স্লোগানও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই তুলেছেন। আর সেই স্লোগানকে সামনে রেখে তিনি আগামী ১৯শে জানুয়ারি ব্রিগেডে সারা দেশের বিজেপি বিরোধী দলগুলিকে একত্রিত করে তাদের শীর্ষ নেতাদের এনে ঐতিহাসিক সমাবেশ করারও প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এখন তা চূড়ান্ত পর্যায়ে।বলছিলেন তৃণমূলের এক শীর্ষ নেতা।

এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবুর নাইডুর কলকাতা সফর ঘিরে উৎসাহিত তৃণমূল শিবির। ইতিমধ্যে ব্রিগেড সমাবেশে চন্দ্রবাবু উপস্থিত থাকার কথা নিশ্চিত করে দিয়েছেন। ফলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই বিজেপি বিরোধী দলগুলি যে চুপ করে হাত গুটিয়ে বসে নেই সেই বার্তা কিন্তু চন্দ্রবাবু নাইডুর ১৯শে নভেম্বর কলকাতা সফরের আগমনের খবরেই পরিষ্কার হয়ে গেছে।

Published on: নভে ১৩, ২০১৮ @ ১৩:৪৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1