গঙ্গোত্রী ও যমুনোত্রীতে তুষারপাত বাড়ছে ঠান্ডা

Main আবহাওয়া দেশ
শেয়ার করুন

Published on: নভে ১৫, ২০১৮ @ ২০:২১

এসপিটি নিউজ, দেরাদুন, ১৫ অক্টোবরঃ বৃষ্টি আর তুষারপাতের ফলে ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে উত্তরখণ্ডের পাহাড়ি এলাকায়। বুধবার গঙ্গোত্রী এবং যমুনোত্রী এলাকায় তুষারপাত হয়েছে। এমনকি বদ্রীনাথের উঁচু এলাকায় বুধাবার দুপুরের পর থেকে তুষারপাত হয়েছে। এমনকি, সেখানে শিলাবৃষ্টির ফলে তাপমাত্রার পারদ শূন্যে নেমে গেছে। পাহাড়ি জেলা চমোলী, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী এবং পাউড়ির কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।

জাগরন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্র অনুযায়ী রাজ্য আবহাওয়া দফতরের পূর্বানুমান অনুসারে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা আছে।

দুনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা সামান্যর চেয়ে এক ডিগ্রি বেশি ১২.৬ ডিগ্রি ছিল। মুসৌরিরর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ৭.১ ডিগ্রি সেলসিয়াস।

ছবি-গঙ্গোত্রী ধামে বরফে আবৃত মন্দির। (জাগরন)

Published on: নভে ১৫, ২০১৮ @ ২০:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + = 18