আজ ফের ঝাড়গ্রামবাসীর পাশে মুখ্যমন্ত্রী, ‘ কল্পতরু ‘ হয়ে বিলোবেন ১৭৬ কোটিরও বেশি টাকার প্রকল্পের পরিষেবা

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                              ছবি-বাপন ঘোষ

Published on: নভে ২৫, ২০১৮ @ ২০:৪৯

Published on: নভে ২৬, ২০১৮ @ ০৯:২৭

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৫ অক্টোবরঃ তিনি আসছেন-এই খবরে গোটা ঝাড়গ্রাম জেলার মানুষের মধ্যে আশার আলো ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিককালে তিনি যে সবার অলক্ষ্যে এক অনন্য রেকর্ড করে ফেলেছেন তা হল-পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তাঁর সমস্ত উত্তরসূরীদের সব দিক দিয়ে পিছনে ফেলে দিয়েছেন। কী উন্নয়ন কী জেলা সফর করার ক্ষেত্রে আর সর্বোপরি মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গোটা ঝাড়গ্রাম জেলার ডেস্টিনেশন এখন জামবনীর কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের ময়দা্নের সভাস্থল। যেখানে মুখ্যমন্ত্রী ‘কল্পতরু’ হবেন। মানুষকে দেবেন একগুচ্ছ পরিষেবা।

পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী হিসেবে এর আগে কেউ তাদের প্রশাসনিক মেয়াদ কালে এতবার ঝাড়গ্রাম সফরে যাননি। তার উপর এই মুখ্যমন্ত্রী আর একটা কাজ করেছেন যা এর আগে কোনও মুখ্যমন্ত্রী করতে পারেননি। তা হল ঝাড়গ্রামকে আলাদা জেলা করে দিয়েছেন। ফলে আগের চেয়ে এখানকার উন্নয়নের গতি অনেক বেড়েছে। আগে প্রায়ই যেখানকার না খেতে পাওয়া অভুক্ত অনাহারে থাকা মানুষের খবর কিছু সংবাদপত্রের খোড়াক হয়ে উঠত এখন তাদের কলম সেই দুঃসংবাদ প্রকাশের জন্য নাড়াতে হয় না। এর মূলেও কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক ভূমিকা আর তার মানুষের পাশে থেকে কাজ করার অদম্য জেদ আর তাদের নানা সমস্যার সমাধানের চেষ্টা করে চলা। এই কাজ করে তিনি এক অনন্য রেকর্ড করে ফেলেছেন। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কোনও একটি জেলায় এক বছরে একাধিকবার সফর করে সেখানকার মানুষের অভাবের কথা শুনছেন আর তাদের জন্য সরকারি পরিষেবা প্রদান করছেন। সেই সঙ্গে তাদের সেখানকার দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে জানতে চাইবেন তারা কতটা কাজ করেছে কেন বাকি কাজ করতে পারেনি।এমনটা ভারতে আর কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী করেন কিনা জানা নেই।

আজ মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান করবেন জামবনীর কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের ময়দানের সভায়। সেখানে তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ৩৮ কোটি ৭৫ লক্ষ ৪০ হাজার টাকার প্রকল্প ব্যয়ে ২০৫ টি প্রকল্পের উদ্বোধন করবেন এবং ১৩৮ কোটি ৪৩ লক্ষ ৩৫ হাজার টাকার প্রকল্প ব্যয়ে ২৮১টি প্রকল্পের শিল্যন্যাস করবেন। যা নিয়ে গোটা ঝাড়গ্রাম জেলা উৎসাহের আতিশয্যে ভাসছে। মুখ্যমন্ত্রীকে তারা যে আবার এদিন ‘কল্পতরু’ হিসেবে পেতে চলেছেন তা নিয়ে তাদের মধ্যে উৎসাহের এতটুকু খামতি নেই।

ইতিমধ্যে অনুষ্ঠান মঞ্চ মুখ্যমন্ত্রীর ছবিতে সেজে উঠেছে। রবিবার তা ঘুরে দেখে তদারকি করে আসেন ঝাড়গ্রামের সাংসদ উমা সোরেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শনিবার থেকেই।বিকেল চারটে নাগাদ ঝাড়গ্রামে জেলা শাসকের মিটিং হলে মুখ্যমন্ত্রী মিলিত হবেন জেলা প্রশাসনিক বৈঠকে।ওই বৈঠকে জেলার  বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে জেলার আটটি ব্লকের বিডিওদের সাথে থাকবেন জেলার চার বিধায়ক,সাংসদের মতো জন প্রতিনিধিরা।

Published on: নভে ২৫, ২০১৮ @ ২০:৪৯

Published on: নভে ২৬, ২০১৮ @ ০৯:২৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 + = 55