ডেঙ্গু সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ পুরমাতা মৌ রায়-এর

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: আগ ২৫, ২০১৮ @ ২২:৪৫

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৫ আগস্টঃ মেদিনীপুর পুর এলাকায় সমাজ সচেতনতায় তিনি সব সময় উদ্যোগী ভূমিকা নেন। পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায় তাই তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে একজন প্রকৃত সাহায্যকারী, সমাজসেবিকা। যাকে মানুষ সর্বক্ষণ আপদে-বিপদে কাছে পান। তিনি চলেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায়।যিনি সবসময় বলেন-মানুষকে নিয়ে চলার কথা। পুরমাতা মৌ রায় শনিবার ঠিক সেই কাজটাই করলেন এক অভিনব উদ্যোগে। ডেঙ্গু সচেতনতা বাড়াতে তিনি তাই রাখী বন্ধনকে বেছে নিয়েছিলেন।

শনিবার পুরমাতা মৌ রায় দলের কর্মী, এলাকাবাসীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা বাড়াতে বের হন। ওয়ার্ডের সর্বত্র তিনি পুরকর্মীদের নিয়ে মানুষের কাছে যান। তাদের সকলকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করেন। বাড়ি সব সময় পরিষ্কার রাখার কথা বলেন। সেই সঙ্গে তিনি বাসিন্দাদের কাছে আবেদন জানান, আপনারা বাড়িতে বা বাড়ির সামনে কোথাও জল জমিয়ে রাখবেন না। জমা জল থেকেই মশার লার্ভা জন্মায়। যা থেকে ডেঙ্গু ছড়ায়।

এই সচেতনতার পাশাপাশি পুরমাতা মৌ রায় সমাজের বিভিন্নস স্তরের মানুষের হাতে রাখি পড়িয়ে দেন।এভাবে রাখি পরিয়ে তিনি ডেঙ্গুর সম্পর্কে সকলকে একই সাথে সচেতন করার কাজও করেন। তাঁর এই উদ্যোগকে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

Published on: আগ ২৫, ২০১৮ @ ২২:৪৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

56 + = 65