বাম জমানার খুনিরাই এখন বিজেপির নেতা হয়ে সন্ত্রাস শুরু করেছে- গড়বেতার অভিযোগ তৃণমূলের

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৯জুন: লোকসভা ভোটের ফলাফল দেখে উৎফুল্ল বিজেপি গোটা পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে সন্ত্রাস শুরু করেছে। এমনই অভিযোগ করেছে জেলা তৃণমূল কংগ্রেস। গত বৃহস্পতিবার গড়বেতায় দলীয় কার্যালয় ভাঙচুর করে কর্মীদের উপর হামলা চালায় বিজেপি। এই অভিযোগ তুলে শনিবার তৃণমূল কংগ্রেস গড়বেতা বাজারে প্রতিবাদ মিছিল বের করে। আর সেখানেই তারা অভিযোগ করে-বাম জমানায় খুনিরাই এখন রাতারাতি বিজেপির নেতা হয়ে এলাকায় সন্ত্রাস শুরু করেছে।

লোকসভা নির্বাচনে গরবেতা বিধানসভা থেকে বিজেপি প্রার্থী 6 হাজার ভোটের লিড পায়। অভিযোগ- আর সেই ফলাফল দেখার পর থেকে গড়বেতা বিধানসভা এলাকায় তাণ্ডব শুরু করে বিজেপি।একাধিক তৃণমূল নেতা ও কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগও ওঠে  বিজেপির বিরুদ্ধে।কয়েকজন নেতা ও কর্মীকে বিজেপি মারধর করেছে বলে তৃণমূলের অভিযোগ। সেই সঙ্গে তৃণমূলের নেতা ও কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে কেন্দ্রের শাসক দল।

27 জুন বৃহস্পতিবার গড়বেতা বাজারে তৃণমূল কংগ্রেসের গরবেতা 1 নম্বর ব্লক কমিটির কার্যালয় ভাঙচুর করে বিজেপি তাণ্ডব চালায় এবং তৃণমূল কর্মীদের মারধর করে বলে তৃণমূলের অভিযোগ।এই ঘটনার প্রতিবাদে শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গড়বেতা বাজারে প্রতিবাদে মিছিল আয়োজন করা হয়। সেখানে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তর সিংহ হাজরা, গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী ,তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষ সহ দলের অন্যান্যরা।

প্রতিবাদ মিছিলের শেষে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন- রাজ্যের বাম জমানায় গরবেতা অশান্ত ছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না ।খুন ,সন্ত্রাস অব্যাহত ছিল, রাজ্যের পরিবর্তনের পর গড়বেতাই শান্তির প্রতিষ্ঠিত হয়। সন্ত্রাসের রাজত্ব বন্ধ হয় । যারা বাম জমানায় মানুষ খুন করে এলাকায় সন্ত্রাস চালিয়েছে তারাই এখন রাতারাতি বিজেপির নেতা হয়ে গড়বেতায় সন্ত্রাস চালাচ্ছে। এরই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গড়বেতাকে শান্ত রাখার জন্য সকলের কাছে আহ্বান জানান। পাশাপাশি, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করারও আহ্বান জানান।সকলকে ভাল থাকার জন্য আশ্বাস দেন তিনি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + = 11