প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর চিকিৎসায় দু’জন চিকিৎসকের দল গঠন করা হল

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৯, ২০২০ @ ২০:২৮

এসপিটি নিউজ:  বেশ কিছুদিন ধরেই ভুগছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ দুপুরে আচমকা তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। তখনই তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে দু’জন চিকিৎসকের টিম করা হয়েছেন তাঁর চিকিৎসার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়ার পরই হাসপাতালে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধেদেব ভট্টাচার্যকে দেখতে। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেববাবুর দ্রুত আরোগ্য কামনা করেন।

রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ও সিপিএমের সম্পাদক সূর্যকান্ত মিশ্র এক ট্যুইট বার্তায় লিখেছেন-” কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যার চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে।এখন কোন দর্শনার্থীকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।এক্ষেত্রে কঠোর শৃঙ্খলা বজায় রাখার জন্য হাসপাতালের কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করার জন্য শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে।”

হাসপাতাল সূত্রে খবর, তাঁর সিটিস্ক্যানে নিউমোনিয়ার প্যাঁচ ধরা পড়েছে। হাসপাতালের ফ্লু-ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাঁকে এখন নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে স্বস্তির খবর একটাই, বুদ্ধবাবুর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসার জন্য দু’জন চিকিৎসকের দল গঠন করা হয়েছে। অবস্থা এখনও সঙ্কটজনক বলে জানা গেছে।

Published on: ডিসে ৯, ২০২০ @ ২০:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =