ট্রেন বাতিলে চরম ভোগান্তি শুরুঃ নৈহাটি স্টেশনে মা নামতে পারলেও ভিড়ে আটকে রইল সন্তান

Main দেশ রাজ্য রেল
শেয়ার করুন

  • বিকেল ৪টে ২৫ মিনিটের আপ রানাঘাট লোকাল শিয়ালদহ থেকে ছাড়ে বিকেল ৫টা ৫ মিনিট নাগাদ।
  • সন্তানকে নামাতে না পেরে হা-হুতাশ শুরু করে দিয়েছে সেই মা।

 Published on: ফেব্রু ৯, ২০২০ @ ২৩:৪২

এসপিটি নিউজ, নৈহাটি, ৯ ফেব্রুয়ারি: আজ থেকে টানা আটদিন শিয়ালদহ মেইন শাখায় ৩০০টির মতো লোকাল ট্রেন বাতিল থাকবে একথা আগেই ঘোষণা করেছিল রেল। সেই মতো এদিন দুপুর ১২টার পর থেকে এই শাখার যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। রবিবার হলেও ভোগান্তি যে কত ভয়াবহ হয়ে উঠতে পারে তা হাড়ে হাড়ে বুঝতে পারলেন যাত্রীরা।

ট্রেন ছাড়ে আধ ঘণ্টা দেরীতে

বিকেল ৪টে ২৫ মিনিটের আপ রানাঘাট লোকাল শিয়ালদহ থেকে ছাড়ে বিকেল ৫টা ৫ মিনিট নাগাদ। শ্যামনগরের এক যাত্রী বলেন- “আমি টানা আধ ঘণ্টা শিয়ালদহ স্টেশনে বসে থেকে এই ট্রেন ধরে কোনওরকমে দৌড়-ঝাঁপ করে বসার জায়গা পেয়েছি। কিন্তু এখন তো দেখছি নামাটাই একটা যুদ্ধ।” সত্যিই তাই দেখা গিয়েছে এদিনের ট্রেনগুলির প্রতিটি কামরায়।

ভোগান্তির চরম শিকার

তবে সব থেকে চরম ভোগান্তির শিকার হলেন এক মা। নৈহাটি স্টেশনে ট্রেন এসে যখন পৌঁছয় তখন ঘড়িতে সময় সাড়ে ছ’টা বেজে গেছে। ত্রেন্টিতে যাত্রীদের রীতমতো মারপিট করে নামতে দেখা গেল। কারও জামা ছিঁড়েছে। কারও বা চশমা ভেঙেছে। এর মধ্যে দেখা গেল এক জায়গায় জটলা। জানা গেল এক মহিলা কোনওরকমে নামতে পারলেও তার শিশু সন্তান ভিড়ের মধ্যে আটকে পড়েছে। তাকে নামাতে যাওয়ার আগেই মানুষের ভিড়ে কামড়ার মুখ বন্ধ। ট্রেনও ততক্ষনে ছেড়ে দিয়েছে। সন্তানকে নামাতে না পেরে হা-হুতাশ শুরু করে দিয়েছে সেই মা।

আরপিএফ-এর আশ্বাস

স্টেশনেই থাকা আরপিএফ-এর কয়েকজন জওয়ান এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তারা সেই মহিলাকে আশ্বস্ত করে জানান- রানাঘাট জিআরপি-কে বলে দেওয়া হচ্ছে। তারা তার সন্তানকে উদ্ধার করবে। কিন্তু, ভিড়ের মধ্যে ওই শিশুর যে কী অবস্থা তা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। সোমবার থেকে এই দুর্ভোগ যে আরও চরম সীমায় পৌঁছবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

Published on: ফেব্রু ৯, ২০২০ @ ২৩:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2