আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু গঙ্গাসাগর মেলা, অভূতপূর্ব ব্যবস্থা নিয়ে তীর্থযাত্রীদের পাশে থাকছে রাজ্য সরকার

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: জানু ৯, ২০১৮ @ ১৬:১৭

এসপিটি নিউজ, গঙ্গাসাগর, ৯ জানুয়ারিঃ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এবার মেলাকে হাইটেক প্রযুক্তিতে মুড়ে ফেলা হয়েছে। সড়ক, রেল ও জলঅপথে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য সবরকমের ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এজন্য স্থানীয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, জনস্বাস্থ্য কারিগরি দফতর, জেলা পরিষদ, পঞ্চায়েতকে গঙ্গাসাগর মেলার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।তীর্থযাত্রী, কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থার জন্য সাগর মেলার কাছে হোগলা পাতার অস্থায়ী ঘর করে দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের আসার জন্য লট নম্বর ৮ প্রবেশ দ্বার খোলা হয়েছে। নামখানা ঘাট, কচুবেড়িয়া ঘাট ও চেমাগুড়ি ঘাট দিয়ে যেসব তীর্থযাত্রী আসবে তারা এই পথ দিয়ে প্রবেশ করবে গঙ্গাসাগর মেলায়।নাব্যতা কম এবং ঘন কুয়াশার জন্য প্রশাসন মুড়িগঙ্গা ঘাটে কড়া সতর্কতা জারি করেছে।

ভেসেল পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম এবং হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি। বাস পরিষেবা চালাচ্ছে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম এবং বেসরকারি পরিবহন পরিচালক মণ্ডলী।

তীর্থ সাথী

রাখা হয়েছে হাইটেক ব্যবস্থা। যেখানে মেলায় থাকছে ৫০০টি সিসিটিভি ক্যামেরা, থাকছে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা, থাকছে উন্নত্মানের কন্ট্রোলরুমও। যেখানে আধিকারিকরা ৪৬টি এলইডি স্ক্রিনের উপর নজর রেখে তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন।এর নাম দেওয়া হয়েছে তীর্থ সাথী।

সাগর সংযোগ

সাগরে তীর্থ করতে আসা দেশ-বিদেশের মানুষকে সময়ের বিবরণ দিতে মেলার নানা প্রান্তে ৬০টি এলইডি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। যেখান থেকে তারা দেখতে পাবেন জোয়ার-ভাঁটার সময়, ভেসেল ছেড়ে যাওয়ার সময়, সুরক্ষা বিধি, হারানো-উদ্ধার হওয়ার তথ্য, তীর্থযাত্রীদের নানা সুযোগ-সুবিধার খবরাখবর, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিবরণ।

এখানেই শেষ নয় শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য সিমলেস নেট সংযোগেরও ব্যবস্থা রাখা হয়েছে। বসানো হয়েছে অপটিক্যাল ফাইবারের তার। এগুলি যুক্ত করা হবে শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ স্তরে। ৫টি বেস ট্রান্সমিশন স্টেশন থাকছে। থাকছে একটি স্থায়ী টাওয়ারও।

মেলা প্রাঙ্গনে অগ্নি-নিরোধক ব্যবস্থাও রাখা হয়েছে। থাকছে দুটি অ্যাম্বুলেন্সও। একটি রাখা থাকবে লট নম্বর-৮-এ। অন্যটি থকবে সাগর মেলা চত্বরে। মেলায় আগত সকল তীর্থযাত্রীদের জন্য ৫ লাখ টাকার বিমার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

Published on: জানু ৯, ২০১৮ @ ১৬:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

90 − 85 =