‘টাচ মি ইফ ইউ ক্যান’ মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বললেন-ক্ষমতা থাকলে সামনাসামনি বসুন ‘এক্সপায়ারিবাবু’

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  • মমতা বললেন-“নোটবন্দির নামে জনগণের টাকা লুঠ করেছে বিজেপি।”
  • “আয়ুষ্মান ভারত-এর চেয়েও আরও ভালো প্রকল্প আমরা করে দিয়েছি।”
  • “আমরা সাত বছরে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। এক কোটি মানুষের কর্মের সংস্থান করে দিয়েছি।”

Published on: এপ্রি ৩, ২০১৯ @ ২৩:৫২

এসপিটি নিউজ, দিনহাটা, ৩ এপ্রিলঃ শিলিগুড়িতে মোদির আক্রমণের জবাব দিতে গিয়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন মোদিকে মিথ্যাবাদী বললেন ঠিক তেমনই তাঁকে মুখোমুখি প্রশ্নোত্তর সভায় বসার খোলা চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মমতা এদিন এক্সপায়ারিবাবু বলেও কটাক্ষ করেন।

“আপনার মতো মিথ্যে কথা বলি না”

1) মোদি শিলিগুড়ির সভায় বলেছিলেন- তৃণমূল গরিবের টাকা লুঠ করেছে। গরিবের টাকা চিটফান্ডে গেছে। তাঁর জবাবে মমতা বলেন- “চোরের মায়ের বড় গলা। নোটবন্দির নামে জনগণের টাকা লুঠ করেছে বিজেপি। ভাঙা কলসি বেশি বাজে।” এরপর তিনি মোদিকে উদ্দেশ্য করে বলতে থাকেন-” আপনার মতো মিথ্যে কথা বলি না। ক্ষমতা থাকলে সামনা্সামনি বসুন- প্রশ্নোত্তর সভায়। আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। সামনাসামনি বসুন।” চ্যালেঞ্জ জানান মমতা।

2) মোদির আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও জবাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন-“আয়ুষ্মান ভারত প্রকল্পটি একেবারে ফালতু প্রকল্প। ওর থেকে অনেক ভাল প্রকল্প আছে আমাদের। এখানে তো আমরা স্বাস্থ্য সাথী করে দিয়েছি। সাড়ে সাত কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। আরে আয়ুষ্মান ভারত প্রকল্পে তো রাজ্যকে ৪০ শতাংশ টাকা দিতে হবে। আমাদের যদি টাকাই দিতে হয়ে তাহলে আমরা নিজেরাই করব। আমরা তা করেও দিয়েছি।

নাগরিক পঞ্জী চালু করতে দেবে না তৃণমূল কংগ্রেস

3) বাংলাতে কোনওভাবেই এনআরসি বা নাগরিক পঞ্জী চালু করতে দেবে না তৃণমূল কংগ্রেস। মমতা এক্ষেত্রেও মোদিকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে বলেন-” টাচ মি ইফ ইউ ক্যান, ক্যাচ মি ইফ ইউ ক্যান। এরপর তিনি বলতে থাকেন-“দেশটাকে এরা জবরদস্তি দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। অনেক লড়াই করেছি। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত আছি। আমায় কিচ্ছু করতে পারবে না। আমি তোমাদের ভয় পাই না। আপনারা আমায় কিছুই করতে পারবেন না।”

এরপর মমতা মোদিকে উদ্দেশ্য করে বলতে থাকেন-“আমরা সাত বছরে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। এক কোটি মানুষের কর্মের সংস্থান করে দিয়েছি।”

Published on: এপ্রি ৩, ২০১৯ @ ২৩:৫২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

49 + = 59