ডায়মন্ড হারবারের ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন জে পি নাড্ডা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১০, ২০২০ @ ২২:০১

এসপিটি নিউজ:   আজ সকালে ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ের উপর হামলা হয়। তা নিয়ে ওই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়ায় জানান যে ডায়মন্ড হারবারে গিয়ে নাড্ডা গাড্ডায় পড়েছেন। আসলে এ হল মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এজন্য আমি কী করতে পারি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন- আসলে লোক নেই তাই এসব নাটক করছে। কিছুই হয়নি। ওরা তো কেন্দ্রের নিরাপত্তা বাহিনী নিয়ে আসে , তাহলে এমনটা ঘটল কিভাবে- তা ওরাই বলতে পারবে। এরপরেই বিজেপি সভাপতি তাঁর তীব্র প্রতিক্রিয়ায় মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

নাড্ডা বলেছেন-

“আজ যে ঘটনাটি ঘটেছে তা রাজ্যে অনাচার, অরাজকতা এবং অসহিষ্ণুতা দেখিয়েছে। এখানে রাজনৈতিক বিতর্কের কোনও স্থান নেই।”

“মমতা সরকার যেভাবে কাজ করছে তা ভারতীয় গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক এবং যা স্পষ্টভাবে দেখায় তা হল- ‘অসহিষ্ণুতা তোমার নাম মমতা’।”

“আজ আমাদের 8 শিশু আহত হয়েছে, তারা বাংলার শিশু। বিজেপির প্রতিটি কর্মী চিরকাল তাদের পাশে দাঁড়াবেন। আমার বুলেটপ্রুফ গাড়ির উইন্ডস্ক্রিনে ইটের প্রভাব দেখা যায়। বুলেটপ্রুফ যানবাহনের কারণেই আমি বাঁচলাম।”

এই (ঘটনা) মমতা-জির মানসিকতা সম্পর্কে খোলামেলা কথা বলে … আমাকে বলা হয়েছে- তিনি আমাকে অনেক নাম দিয়েছেন। মমতাজী আপনার যা সংস্কৃতি সেই সম্পর্কে এর চেয়ে ভালো কিছু আশাই করা যায় না। এটি বাঙালি সংস্কৃতি নয়। আমরা বাঙালি সংস্কৃতি মেনে চালার জন্য গর্বিত।”

“মমতাজী প্রধানমন্ত্রীর জন্য যে শব্দকোষ আপনি ব্যবহার করেন, তা বাংলাকে কতটা নীচে নামিয়েছে তা বলে দেয়। আমরা আঘাত অনুভব করি। বাংলা সকলের জন্য … আসন্ন নির্বাচনে লোকেরা তাকে ‘নমস্কার’ করবে এবং বিজেপির পদ্ম ফুটে উঠবে, আমরা 200 রও বেশি আসনে জিতব।”

Published on: ডিসে ১০, ২০২০ @ ২২:০১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1