PAN কার্ড তৈরিতে তথ্য গোপন করার অভিযোগ, অভিষেকের স্ত্রীকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ৪, ২০১৯ @ ০০:৪১

এসপিটিনি নিউজ ডেস্কঃ প্যান কার্ডের জন্য আবেদন করার সময় তথ্য গোপন করার চাঞল্যকর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে। স্বরাষ্ট্র মন্ত্রক নোটিশ পাঠিয়ে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলাকে ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।

একবার বাবার নাম নিপন নারুলা আর একবার গুরশরণ সিং আহুজা

1) ওই নোটিশে বলা হয়েছে-রুজিরা নারুলা তিনি তাঁর থাইল্যান্ডের পাসপোর্ট প্রত্যাহার করেননি। ২০১০ সালের ৮ই জানুয়ারি থাইল্যান্ডের নাগরিক রুজিরা PIO নম্বর P0234979। কার্ডটিতে বাবার নাম রয়েছে নিপন নারুলা। PIO কার্ড থেকে OIC কার্ডে পরিবর্তনের আবেদন করেন অভিষেকের স্ত্রী। ২০১৭ সালে OIC  কার্ড যার নম্বর- A2B79448  সেটি হাতে পান রুজিরা। ২০১৩ সালের ১৩ই ফেব্রুয়ারি অভিষেকের সঙ্গে বিয়ের যে শংসাপত্র প্রামান্য দলিল হিসেবে দেন রুজিরা সেখানে বাবার নাম রয়েছে গুরশরণ সিং আহুজা।

নিয়ম মানেননি

2) স্বরাষ্ট্র দফতরের উপসচিব মনোজ ঝা অভিযোগ করেন-নিয়ম অনুযায়ী থাইল্যান্ডের নাগরিক হিসেবে প্যান কার্ডের জন্য ৪৯এএ ফর্মে আবেদন করার কথা। কিন্তু তিনি সেই নিয়ম না মেনে ভারতীয় নাগরিক হিসেবে ৪৯এ ফর্মে আবেদন করেছেন। এটিকে তথ্য গোপন হিসেবেই দেখছে স্বরাষ্ট্র মন্ত্রক।এরপরই রুজিরা ভারতীয় নাগরিক হিসেবে প্যান কার্ড পেয়ে যান। মনোজ ঝা আরও জানিয়েছেন, “রুজিরার দেওয়া ভুল তথ্য এবং তথ্য গোপন করার জন্য তার ভারতীয় নাগরিকত্ব আইন (১৯৫৫)-এর ৭ডি ধারায় এ এবং ই উপধারায় তার সমস্ত নথি বাতিল করা যেতে পারে। ”

স্বরাশট্র মন্ত্রক রুজিরার কাছে আগামী ১৫দিনের মধ্যে জবাব চেয়েছে। কারণ দর্শাতে হবে তাঁকে যে কেন তিনি এমনটা করলেন? কেন তিনি নিয়ম ভঙ্গ করলেন? জবাবে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ নিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক।

3) সম্প্রতি বিমানবন্দরে সোনা-কান্ডের পর ভারত সরকারকে দেওয়া এই তথ্য জটিলতায় এক নয়া বিতর্ক কিন্তু সামনে চলে এল। সংবাদ প্রভাকর টাইমস অবশ্য রুজিরার কোনও প্রতিক্রিয়া পায়নি।

Published on: এপ্রি ৪, ২০১৯ @ ০০:৪১

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =