দক্ষিণ কলকাতায় বৃহৎ রক্তদান কর্মসূচিতে যোগ দিল বহু মানুষ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৭, ২০২২ @ ১৮:২৬

এসপিটি নিউজ: আজ সারা দেশজুড়ে এক বৃহৎ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। সারা দেশের পাশপাশি পশ্চিমবঙ্গের নানা প্রান্তেও হয় এই কর্মসূচি। দক্ষিণ কলকাতায় মূলতঃ দটি জায়গায় এই রক্তদান শিবির আয়োজিত হয়। এর  মধ্যে একটি জায়গায় ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়াও এই কর্মসূচিতে যুক্ত হয়।

দক্ষিণ কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে সিন্দি ডিসপেনসারি ও অপরটি হয় পার্ক স্ট্রিটে ক্যাল্কাটা চেম্বার অব কমার্সে । দু’টি শিবিরেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে যোগ দেয়।

ক্যাল্কাটা চেম্বার অব কমার্সে আয়োজিত রক্তদান শিবিরে যুক্ত ছিল টাফি। টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এ প্রসঙ্গে বলেন- বর্তমান জীবনে প্রত্যেক মানুষের জীবনে রক্তের প্রয়োজনীয়তা খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রক্তের জন্য একজন মানুষের জীবন বেঁচে উঠতে পারে। তাই রক্তদান এখন মহান কাজ হয়ে উঠেছে। আজকে এমন একটা উদ্যোগ খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

Published on: সেপ্টে ১৭, ২০২২ @ ১৮:২৬


শেয়ার করুন