মমতার ডাকে গোটা দেশের এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, দলীয় প্রধানরাও ব্রিগেডমুখী, থাকছেন বিজেপির এই সাংসদও

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৮, ২০১৯ @ ২৩:৩৭

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ জানুয়ারিঃ গোটা দেশে বিজেপির বিরুদ্ধে তিনিই প্রথম আওয়াজ তুলেছিলেন। তিনিই কেন্দ্রের বিরুদ্ধে সবচেয়ে বেশি বার সরব হয়েছেন একাধিক ইস্যুতে। আগামী লোকসভা ভোটে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে গদিচ্যুত করতে তিনি সর্বপ্রথম উদ্যোগী করেছেন। যাকে নিয়ে ইতিমধ্যে গোটা দেশের রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা শুরু করে দিয়েছেন- তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়।

গোটা দেশের প্রায় সমস্ত বিজেপি বিরোধী শিবিরকে একত্রিত করার ক্ষমতা একমাত্র তিনিই রাখতে পারেন।তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে বিজেপি বিরোধী শিবির প্রশ্ন তোলে না।কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন থেকেই বিজেপি বিরোধী শিবির ভেবে রেখেছেন। আর তাই কালকের ব্রিগেডের সমাবেশে যোগ দেওয়ার জন্য দুইবার ভাবেননি এইসব মুখ্যমন্ত্রী, নেতা-নেত্রী থেকে শুরু করে অনেকেই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় কৃতিত্ব।

যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসছেন তারা হলেন- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের মুখ্যমমন্ত্রী এইচডি কুমারস্বামী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদীর প্রধান অখিলেশ যাদব, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদুল্লা, অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

এরপর যাদের নাম শুনলে যে কোনও তৃণমূল কংগ্রেস সমর্থক তো বটেই বিজেপি কর্মীরাও হকচকিয়ে যাবেন তারা হলেন প্রাক্তিন কেন্দ্রীয় মন্ত্রী বিক্ষুব্ধ বিজেপি নেতা যশবন্ত সিনহা, অরুন শৌরি, বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। এছাড়াও থাকছেন ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিন, থাকছেন ফারুক আবদুল্লার পুত্র ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, রাষ্ট্রিয় জনতা দলের নেতা তেজস্বী যাদব, রাষ্ট্রীয় লোকদলের প্রধান অজিত সিং এবং তাদের নেতা জয়ন্ত চৌধুরি, পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল, মিজোরামের বিরোধী নেতা লালদুয়াহামা এবং গুজরাটের নির্দল বিধায়ক এবং দলিত নেতা জিগ্নেশ মেভানি।

থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।

মমতা বন্দ্যোপাধ্যায় গত এক বছর ধরে সারা দেশ ঘুরে সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে একত্রিত করেছেন যা তাদের সকলকে মুগ্ধ করেছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সর্বভারতীয় পর্যায়ের নেত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। কাল ব্রিগেডে তারই শুভ সূচনা হতে চলেছে।

Published on: জানু ১৮, ২০১৯ @ ২৩:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

61 + = 63