‘জয় শ্রীরাম’ স্লোগান, গাড়ি থামিয়ে নেমে পড়লেন মুখ্যমন্ত্রীঃ তারপর কি হল- দেখুন ভিডিও

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মে ৪, ২০১৯ @ ২৩:৫৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৪ মে:  চন্দ্রকোনা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রাধাবল্লভপুর এলাকা দিয়ে ছুটে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। পিছনে চলেছে কনভয়। আচমকা রাস্তার পাশ থেকে স্লোগান উঠল ‘জয় শ্রীরাম’। বেশ কয়েকবার উঠল এই স্লোগান। কয়েকজন যুবক এই স্লোগান তুলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইলো।

স্লোগান শুনেই থেমে গেল মুখ্যমন্ত্রীর গাড়ি সহ কনভয়। গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নামলেন তাঁর নিরাপত্তা রক্ষীও। রাস্তার দু’ধারে ইতিউতি কয়েকজন। তার মধ্যে আছেন কয়েজকজন মহিলাও। মুখ্যমন্ত্রীকে ক্ষুব্ধ দেখে তারাও কিছুটা হকচকিয়ে যান। হাত জোড় করে দাঁড়ান মুখ্যমন্ত্রীর সামনে। কিন্তু মুখ্যমন্ত্রীর নজর তখন ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া সেই যুবকদের দিকে।

কিছুটা বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। বলে ওঠেন-কি রে, পালাচ্ছিস কেন? হরিদাসপাল, দেখতে পেয়ে ওরা আমাকে গালাগালি করছে। বলেই মুখ্যমন্ত্রী গাড়িতে উঠে পড়েন। গাড়ি কনভয় সহ রওনা হয়ে যায় চন্দ্রকোনার গাছশীতলা এলাকায়। যেখানে দলীয় প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে এক রোড-শোয়ে অংশ নেন মুখ্যমন্ত্রী।

এরপরই রাধাবল্লভপুর এলাকায় পরিস্থিতি ক্রমেই অন্যরকম হতে শুরু করে।চন্দ্রকোনা টাউন থানার পুলিশ সেখানে পৌঁছে তিন বিজেপি নেতা ও কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Published on: মে ৪, ২০১৯ @ ২৩:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 23 = 24