‘ঘূর্ণিঝড় নিয়ে মমতাদিদিকে ফোন করেছি, -কিন্তু তাঁর এত অহঙ্কার যে আমার সঙ্গে কথাই বলেননি’

Main দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

“পশ্চিমবঙ্গে স্পিড ব্রেকার দিদি এই ঘূর্ণিঝড় বিষয় নিয়েও রাজনীতি করার ভরপুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

“সাহায্য করতে চেয়ে দিদিকে দু’বার ফোন করেছি, কিন্তু তিনি ফোন ধরেননি।”

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি– বাপন ঘোষ

Published on: মে ৬, ২০১৯ @ ২১:১৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৬ মে: “দু’তিনদিন আগেই আপনারা এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের সামনাসামনি হয়েছিলেন। আমি আজই উড়িষ্যায় এই দুর্যোগের লোকসানের পরিমান জানতে সেখানে গিয়েছিলাম। সেখান থেকেই আমি এখানে এসেছি। এখানে পশ্চিমবঙ্গেও যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আমি ভালোমতোই জানি। যারা এই পরিস্থিতিতে আপনজনকে হারিয়েছেন আমি সেইসব পরিবারের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। আমরা আপনাদের পাশে আছি। গোটা ভারত সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত দফতর কাজে মন লাগিয়েছে।” তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর নির্বাচনী সভায় এসে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে এভাবেই শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মোদি

1) এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘূর্ণিঝড় নিয়ে রাজনীতির করার আরোপ লাগান। তিনি বলেন- “আমাদের পশ্চিমবঙ্গে স্পিড ব্রেকার দিদি এই ঘূর্ণিঝড় বিষয় নিয়েও রাজনীতি করার ভরপুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত জানতে আমি মমতাদিদির সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু দিদির এত বেশি অহঙ্কার যে তিনি আমার সঙ্গে কথাই বলেননি।”

“আমি অপেক্ষা করে গেছি যে দিদি হয়তো আমাকে ফোন করবে। কিন্তু উনি ফোন করেননি।আমি ফের তাঁকে দ্বিতীয়বার ফোন করেছি। আমি পশ্চিমবঙ্গের লোকজনকে নিয়ে চিন্তায় ছিলাম। এজন্য মমতাদিদির সঙ্গে কথা বলার প্রয়োজন ছিলো। উনি এখানকার মুখ্যমন্ত্রী আছেন। কিন্তু দিদি দ্বিতীয়বারেও আমার সঙ্গে কথা বলেননি।” ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী মোদি।

“খোঁজখবর নিয়ে সাহায্য করতে চেয়েছিলাম”

2) এরপর মোদি জনগণের উদ্দেশ্যে বলে ওঠেন- “আপনারা ভাবুন তো দিদির নিজের রাজনীতি নিয়ে এত বেশি চিন্তা যে তিনি পশ্চিমবঙ্গের লোকজনকে পর্যন্ত পরোয়া করার প্রয়োজনবোধ করেন না। দেশের মানুষের সেবা নিয়ে রাজনীতি করার এমন অবস্থার জন্য দেশের ক্ষতি হয়েছে। স্পিড ব্রেকার দিদির এমন ভূমিকার জন্য পশ্চিমবঙ্গের উন্নয়নের উপর ব্রেক লেগে গেছে। ঘূর্ণিঝড়ের উপর ক্ষতির সমীক্ষা নিয়ে আমি এখানকার প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করতে চেয়েছিলাম। যাতে ভারত সরকার সাহায্য করতে পারে। এজন্য খোঁজখবর নিতে চেয়েছিলাম। কিন্তু অহঙ্কারে ভরপুর ওই স্পিড ব্রেকার দিদি সেই সাহায্য নিতেও অস্বীকার করলেন।”

বিশ্বে চর্চা শুরু

3) “এত কিছুর পরেও আমি কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে ফের ভরসা দিতে চাই যে কেন্দ্রীয় সরাকার পুরো শক্তি নিয়ে রাজ্যবাসীর পাশে আছে এবং দুর্যোগের বিষয়ে সাহায্য করার জন্য সমস্ত রকমের প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভারতে যেভাবে এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করেছে তা নিয়ে গোটা বিশ্বে আজ চর্চা শুরু হয়েছে।” বলেন মোদি।

Published on: মে ৬, ২০১৯ @ ২১:১৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + = 19