পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ বলাটাও অপরাধ হয়ে গেল নাকি দিদি? ঝাড়গ্রামে প্রশ্ন তুললেন মোদি

Main দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

“দিদিকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকি তাহলে দিদি আমাকেও জেলে ঢুকিয়ে দেবেন।জেলে গিয়ে এখানকার নির্দোষ লোকজনের সেবা তো করতে পারবো।”

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মে ৬, ২০১৯ @ ১৭:৪৮

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৬ মেঃ ঝাড়গ্রামের নির্বাচনী সভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েই স্মবোধিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরই প্রশ্ন তুললেন- “পশ্চিমবঙ্গে রাম নাম করাও কি অপরাধ হয়ে গেল নাকি?”

জয় শ্রীরাম নিয়ে ধ্বনিতে সোচ্চার হলেন মোদি

1) এরপরই রীতিমতো খোশ মেজাজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাইয়ের বিরুদ্ধে তোপ দেগে বলতে শুরু করেন-“এখানে কিছু মানুষ জয় শ্রীরাম ধ্বনি দিতেই দিদি তাদের জেলে ঢোকাতে শুরু করেছেন। আমার এসব দেখে তাই মনে হয়েছে, আমিও দিদিকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকি তাহলে দিদি আমাকেও জেলে ঢুকিয়ে দেবেন।তাহলে এখানকার নির্দোষ লোকজন যারা জেলে রয়েছেন আমি তাদের সেবা করতে পারবো। পশ্চিমবঙ্গে রাম নাম করাও কি এখন অপরাধ হয়ে গেল নাকি?”

“জয় শ্রীরাম বলা মানুষগুলিকে জেলে কেন ঢোকাতে শুরু করলেন?”

2) “আরে দিদি, রামজির আগে ওনেক আচ্ছে আচ্ছে মানুষের অহঙ্কার চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। আপনার অহঙ্কার কতদিন টিকে থাকবে, তা কি বলতে পারেন? বামপন্থীদের তো জানা আছে। ওদের তো বিচারই বিদেশি। সংস্কার বিদেশি। ওরা রাম-সীতার সম্মান করে না। রামায়নের অপমান, মহাভারতের অপমান, আমাদের পুরাণ গ্রন্থকে অপমান-এসব ওদের কাছে এক ফ্যাশন হয়ে হয়ে গেছে। কিন্তু মমতা দিদি, আপনি তো এই বাম্পন্থীদের বিরুদ্ধেই লড়েছেন। মা-মাটি-মানুষ আপনাকে শক্তি দিয়েছে। শেষে কিনা আপনিও- জয় শ্রীরাম বলা মানুষগুলিকে জেলে কেন ঢোকাতে শুরু করলেন?”

“আমাদের পথ হল জাতীয়তাবাদ-ভারত ভক্তি”

3) “দিদি এক সভায় এও বলেছেন- বিজেপি ভগবান রামকে পোলিং এজেন্ট বানিয়েছে। কিন্তু আজ দিদিকে পরিষ্কার করে বলে দিতে চাই- ভগবান রাম আমাদের ভিতর রয়েছে। আমাদের সংস্কারে আছে। ভগবান রাম লঙ্কা বিজয়ের পর লক্ষণকে বলেছিলেন- “… জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী”, আমার এই বয়সে আজও মনে হয় আমার কাছে মা ও জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। ভাই ও বোনেরা রাম আমাদের প্রেরণা। রাম আমাদের জ্ঞান। আমাদের রাজনীতির পথ হল জাতীয়তাবাদ- ভারত ভক্তি।”? বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Published on: মে ৬, ২০১৯ @ ১৭:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 + = 56