ফেসবুকে বন্ধুত্ব করেই ছাত্রীদের বিয়ের টোপঃ অপহরণের অভিযোগে শ্রীঘরে তিন কলেজ পড়ুয়া

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৩, ২০১৮ @ ২০:১৯

এসপিটি নিউজ, সোনারপুর, ৩ সেপ্টেম্বরঃ সোশ্যাল নেটওয়ার্ক যে কিভাবে সমাজে বিষ চড়াচ্ছে আবারও তার প্রমাণ মিলল সোনারপুরের ঘটনায়। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল যত রকমের সর্বনাশ ডেকে আনছে। যেমনটা হল সোনারপুরের খুড়িগাছি এলাকায়। পুলিশ তিন কলেজ পড়ুয়াকে গ্রেফতার করে তিন নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগে। ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে ঐ ছাত্রীদের বিয়ের টোপ দিয়ে বাড়ি থেকে বের করে এনে স্থানীয় একজনের বাড়িতে আটকে রাখার অভিযোগ ওঠে ধৃত ছাত্রদের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ধৃত ছাত্ররা তিনজনই নেতাজি নগর কলেজের ছাত্র।তারা হল-জয়কৃষ্ণ নগরের সঞ্জীব সরকার, পূর্ব পুটিয়ারির অনিমেষ সাফুই ও রেনিয়া নারায়ণীতলার রাজদীপ প্রামাণিক। তিনজনকেই এদিন আদালতে তোলা হয়।

অভিযোগ, অপহৃত তিন ছাত্রীর বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। তারা সকলেই স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। ফেসবুকের সূত্রেই তাদের সঙ্গে ঐ তিন কলেজ পড়ুয়ার বন্ধুত্ব হয়। ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে পরিণতি লাভ করে। গত ৩০ আগস্ট বিকেলে তিন ছাত্রী চৌহাটিতে যার যার বাড়ি থেকে বের হয়। সকলেই বলে যায়, স্কুলের কাজের জন্য সাইবার ক্যাফেতে যাচ্ছে। কিন্তু রাত বাড়তে থাকে তবু তারা ঘরে ফেরে না দেখে বাড়ির লোকজনের চিন্তা হয়। তারা সকলেই সোনারপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।

এর পর সোনারপুর থানার পুলিশ তদন্তে নামে। তল্লাশি চালিয়ে খুড়িগাছি এলাকা থেকে পুলিশ প্রথমে জয়কৃষ্ণ নগরের সঞ্জীব সরকারকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা বাদ চালিয়ে পুলিশ বাকি দুই বন্ধু রাজদীপ ও অনিমেষের খোঁজ পায়। পুলিশি জেরায় তারা স্বীকার করে ছাত্রীদের বিয়ের তোপ দিয়ে খুরিগাছিতে একজনের বাড়িতে আটকে রেখেছিল। পুলিশ সেখান থেকে তিন ছাত্রীকে উদ্ধার করে।

তবে এই তিন ছাত্র পাচারের সঙ্গে যুক্ত কিনা তাজ জন্য এদের জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে পুলিশ।

Published on: সেপ্টে ৩, ২০১৮ @ ২০:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + = 12