ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, জানালেন শুভেন্দু অধিকারী

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৬, ২০১৮ @ ২২:৫২

এসপিটি নিউজ, ঘাটাল, ১৬ জানুয়ারিঃ ঘাটাল উৎসব ও শিশুমেলার উদ্বোধন করতে এসে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন অর্থাৎ ঘাটালের উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় সহযোগিতা করছেন। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের জন্যও রাজ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, মোড়গ্রাম থেকে মেচগ্রাম পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হলে ঘাটালের অর্থনৈতিক উন্নয়ন আরও বাড়বে।

মঙ্গলবার থেকে ঘাটালের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ২৯তম বর্ষ ঘাটাল উৎসব ও শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শেখরানন্দ মহারাজ সহ একাধিক বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা।

এই উৎসব ঘিরে আলোচনাসভা, বসে আঁকো, নাচ, গান, আবৃত্তি, যোগাসন, লোকনৃত্য, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

মন্ত্রী শুভেন্দু অধিকারী মেলায় ব্যপক জনসমাগম দেখে উচ্ছ্বসিত। তিনি এদিন ঘাটালের উন্নয়নে এক গুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ঘাটালে বাস স্ট্যান্ড ও ত্রাক টার্মিনালের জন্য ১ কোটি ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ঘাটাল শহরকে সাজিয়ে তোলা হবে এল ই ডি আলো দিয়ে। ঘাটালের উন্নয়নে যা যা করার দরকার তাই করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী।

 

সাংসদ দেবের জেঠু শক্তিপদ অধিকারী প্রয়াতঃ  মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের এক বেসরকারি নার্সিংহোমে বাদ্ধর্ক্যজনিত কারণে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেশপুরের প্রবীণ সিপিএম নেতা তথা ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর জেঠু শক্তিপদ অধিকারী (৭৭)। মাত্র চার দিন আগে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয়েছিল। ২০১৪ সালে লোকসভা ভোটে ভাইপো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেও তাকে ভোট না দিয়ে তিনি কিন্তু বাম প্রার্থীকেই ভোট দেন। তাতে তার সঙ্গে সম্পর্কের কোনও অবনতি হয়নি। শক্তিপদবাবুও দেবকে পুত্রস্নেহে ভালবাসতেন।শক্তিপদবাবুর মৃত্যুতে কেশপুরের মহিষদা গ্রামে শোকের ছায়া। দেব তার জেঠুর শেষকৃত্যে উপস্থিত থাকবেন বলেও শক্তিপদবাবুর একমাত্র ছেলে সুজিত অধিকারী জানিয়েছেন।

Published on: জানু ১৬, ২০১৮ @ ২২:৫২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 13 = 19