বর্তমান আর্থিক বছরে দক্ষিন পূর্ব রেলের সাফল্য, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে আদায় ২৭ কোটিরও বেশি টাকা

দেশ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: জানু ১৭, ২০১৮ @ ১৭:০৬

এস পি টি নিউজ,হাওড়া,১৭ জানুয়ারিঃ  বিনা টিকিটের যাত্রী পরীক্ষা অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল দক্ষিন পূর্ব রেলওয়ে। দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর বর্তমান আর্থিক বৎসরের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে রেল আধিকারিকরা ৫.৪২ লাখ বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমান বাবদ ২৭.৪৮ কোটি টাকা আদায় করেছে। দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর আদায় হওয়া অর্থের বৃদ্ধির হার গত আর্থিক বৎসরের তুলনায় শতকরা ১৪.৬ শতাংশ।

অন্যদিকে বিনা বুকিং এ মালপত্র বহন করার অভিযোগে এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আভিযান চালিয়ে দক্ষিন পূর্ব রেলওয়ে ৫.৫৫ লাখ যাত্রীর কাছ থেকে জরিমান বাবাদ ৩.৫১ কোটি টাকা আদায় করেছে। এক্ষেত্রেও বৃদ্ধির হার গত বৎসরের তুলনায় সতকরা ১০.৭ শতাংশ বেশী।

Published on: জানু ১৭, ২০১৮ @ ১৭:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 41 = 42