ঘাটালে দেবকে কটাক্ষ ভারতীর- জবাবে দেব কি বললেন জানেন

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মার্চ ৩০, ২০১৯ @ ২৩:০৮

এসপিটি নিউজ, ঘাটাল, ৩০ মার্চঃ যত দিন যাচ্ছে ততই লোকসভা ভোটে রাজনৈতিক প্রচারে পারদ চড়তে শুরু করেছে। ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব আসনটি ধরে রাখতে যেমন চেষ্টা চালাবেন ঠিক তেমনই বিজেপি প্রার্থী ভারতী ঘোষ আসনটি ছিনিয়ে নেবার চেষ্টা করবেন। এরই মধ্যে সিপিআই প্রার্থীও থাকছেন লড়াইয়ে। তবে লড়াই যে বিজেপি-তৃণমূলের হতে চলেছে তা কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রের সকলেই জেনে গিয়েছেন।

“এমপি জনগণের চাকর, মুখ দেখার জন্য মানুষ ভোট দেয় না”

১) আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী প্রচারে বের হন। ভারতী ঘোষ শনিবার সকালে দাসপুর থানার নিজামপুরে বিভিন্ন গ্রামে ঢুকে প্রচার করেন। শোনেন নানা অভিযোগের কথা।১০০ দিনের কাজ থেকে শুরু করে রাস্তাঘাট নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগ তুলে ধরেন ভারতী ঘোষ।

২) এরপর তিনি নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন-“এই সরকার অসুস্থ সরকার, পুলিশ কে সামনে রেখে চলে।” এরপর ভারতী তাঁর প্রবল প্রতিপক্ষ দেবের বিরুদ্ধে কটাক্ষের সুর বলেন- “এমপি জনগণের চাকর, মুখ দেখার জন্য মানুষ ভোট দেয় না।” এ কথ বলে তাঁর দাবি-চোর বদনাম দিয়ে কিংবা জেলে ঢুকিয়ে ভারতী ঘোষ কে থামানো যাবেনা, তিনি জনগণের মুখ।

“কোন ব্যক্তি আক্রমণ না উন্নয়নের দিয়ে এবার ভোট চাইতে এসেছি আমি”

৩) ভারতী যখন এভাবে প্রতিদ্বন্দ্বীকে এভাবে আক্রমণ করছেন তখন দেব কিন্তু ভারতীর বিরুদ্ধে একটিও আক্রমনাত্মক ভাষা প্রয়োগ করেননি। তিনি বলেন-“কোন সমালোচনা নয়, কোন ব্যক্তি আক্রমণ না উন্নয়নের দিয়ে এবার ভোট চাইতে এসেছি আমি।” একই সঙ্গে তাঁর সংযোজন- “আবার যদি সাংসদ হতে পারি তাহলে বাংলাতেই বক্তব্য রাখবো, যিনি বলছেন সংসদে বাংলায় কথা বলা যায় না বাংলা কথা বলতে যার অসুবিধা তিনি বাঙালিই নন।”

Published on: মার্চ ৩০, ২০১৯ @ ২৩:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 − 79 =