“আমি অপরাধ করতে পারি, আমি কান ধরব-কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেবেন না”

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মার্চ ৩১, ২০১৯ @ ০৯:৪৭

এসপিটি নিউজ মেদিনীপুর, ৩১ মার্চঃ জনগণের কাছে আত্মসমর্পন করো। করে ভোট চাও। অনেক আগেই এমন ধরনের প্রচারের কৌশল ছিল। আজও তা অটুট আছে। অন্তত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. মানস ভুঁইয়ার প্রচারে সেটাই আবার উঠে এল।

“ভারতবর্ষের রাজা, অধীশ্বর মমতার গলা টিপতে চাইছে”

১) জণগণের মধ্যে ভোটারদের মধ্যে তাঁকে নিয়ে এমন কিছু কানে এসেছে যে যা নিয়ে তৃণমূল প্রার্থী অনুতপ্ত হতে পারে। আর তাই তাঁর গলাতে ধরা পড়ল সেই আত্মসমর্পনের সুর।

“মানস ভুঁইয়া ভুল করতে পারে।আমি দুর্মুখের মতো আপনাদের গালাগালি করে দিতে পারি।আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি।আমি অপরাধ করতে পারি। আমাকে গাল দিন।আমি কান ধরবো।কিন্তু মমতা বন্দোপাধ্যায়কে সরিয়ে দেবেন না। তার পাশে থাকবেন।” শনিবার দাঁতন ১ ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েতের পালষণ্ডপুরের সমাবেশ থেকে এভাবেই ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।

২) একইসঙ্গে বাম আমলের অত্যাচারের বিরুদ্ধে বক্তব্য পেশ করেন তিনি। বাদ যায়নি বিজেপিও। বিজেপিকেও নিশানা করেন মানস। তার বক্তব্য ভারতবর্ষের রাজা, অধীশ্বর মমতার গলা টিপতে চাইছে। এ আমরা হতে দেব না। এদিনের মঞ্চে যুব নেতা রমাপ্রসাদ গিরি, কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, বিধায়ক পরেশ মুর্মু, বিক্রমচন্দ্র প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

৩) মন্দিরে পুজো দিয়ে ও মসজিদে চাদর চড়িয়ে ভোট প্রচারে নামলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শম্ভুনাথ চ্যাটার্জি।কংগ্রেসের টিকিটে প্রথম লোকসভার ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছে শম্ভুনাথ চ্যাটার্জী। বাম ও তৃণমূলের সুরেই কংগ্রেস প্রচারের অন্যতম হাতিয়ার করতে চলেছে দেশের অস্থির অবস্থা থেকে বেকারত্ব ইস্যুকে।

Published on: মার্চ ৩১, ২০১৯ @ ০৯:৪৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 86 = 90