৬ লক্ষেরও বেশি টাকার জাল নোট সমেত ধৃত ২

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৩, ২০১৮ @ ২১:২৩

এসপিটি নিউজ,বারুইপুর, ২৩ সেপ্টেম্বরঃ বিহার থেকে এসে শিয়ালদহের একটি হোটেলে আস্তানা গেড়েছিল। সেখান থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার নানা প্রান্তে জাল নোটের কারবার শুরু করেছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না।বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের পাতা ফাঁদে পা দিয়ে সব শুদ্ধ ধরা পড়ে গেল। ধৃতদের নাম সঞ্জীব সিং ও হিমাংশু প্রতাপ।দু’জনেই বিহারের সারন জেলার বাসিন্দা।

বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষীকান্ত বিশ্বাসের কাছে খবর আসে বিহারের  দুই জাল নোট কারবারি বারুইপুরের দিকে আসছে। সেই মতো তিনি তাঁর দলবল নিয়ে বারুইপুর স্টেশনের  ১ নম্বর প্ল্যাটফর্মের কাছে মাছবাজারের নিকট লুকিয়ে থাকে। দুই জাল নোট কারবারি যখন একজনকে টাকা দিতে যাবে সেই মুহূর্তে পুলিশ হাতেনাতে তাদের ধরে ফেলে।ওসি লক্ষীকান্ত বিশ্বাস ধরতে গিয়ে চোট লাগলেও তাদেরকে পালাতে দেয়নি । উদ্ধার হওয়া ৬ লক্ষ ৩৫ হাজার টাকা নোটের মধ্যে ২ হাজার , ৫০০ ,১০০ ,৫০ টাকার জাল নোট আছে। উদ্ধার হয় তিনটি মোবাইলও।

পুলিশ জানিয়েছে, এদের ব্যবসার ধাপ ১ লক্ষ টাকার বিনিময়ে ৩০ হাজার টাকা করে লাভ।  এদের মুল পাণ্ডা সঞ্জীব কুমার সিং। এরা বারুইপুরে এসে আর এক জাল নোট কারবারির মাধ্যমে জেলার ক্যানিং ,বাসন্তি ,কুলতলি ,জয়নগরে জাল নোট ছড়িয়ে দেবার চেষ্টায় ছিল। পুলিশ এখানকার কারবারির সন্ধানে তল্লাশি শুরু করেছে। এদের সাথে আর কারা জড়িত তাও পুলিশ খতিয়ে দেখছে।

Published on: সেপ্টে ২৩, ২০১৮ @ ২১:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

79 − = 72