নরেন্দ্র মোদির কবিতাকে সঙ্গীতে রূপ দিলেন লতা মঙ্গেশকর, প্রধানমন্ত্রী বললেন-এটা আমার কাছে প্রেরণাস্ত্রোত্র

দেশ
শেয়ার করুন

“আমি দেশের সম্মান কোনওদিন নষ্ট হতে দেব না। আমি দেশের সামনে কোনও বাধা রাখতে দেব না, আমি দেশকে ভূ-লুন্ঠিত হতে দেব না। ভারত মায়ের কাছে আমার প্রতিজ্ঞা-তোমার মাথা আমি নত হতে দেব না।”-নরেন্দ্র মোদি

 

এসপিটি নিউজ ডেস্কঃ স্বর কোকিলা লতা মঙ্গেশকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কবিতা “সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি” নিজের গলায় গাইলেন। তিনি গানটিকে নিজের ট্যুইটার-এ শেয়ারও করেছেন। গানটির ভিডিওটিতে সর্বপ্রথমে লতার কণ্ঠস্বর শোনা গেছে।

মোদিজির কবিতার ওই পঙক্তি আমার মন ছুঁয়ে গেছে-লতা মঙ্গেশকর

১) তিনি বলছেন-“নমস্কার, কিছু দিন আগে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি জি-র ভাষণ শুনছিলাম। তিনি একটি কবিতার কয়েকটি পঙক্তি বলছিলেন। যা আমার কাছে প্রত্যেক ভারতীয় মনের কথা মনে হয়েছে। আর ওই পঙক্তি আমার মন ছুঁয়ে গেছে। সেটি আমি রেকর্ড করেছি। এবং আজ আমাদের দেশের বীর জওয়ান এবং দেশবাসীর উদ্দেশ্যে সমর্পন করছি, জয় হিন্দ।”

আপনার স্নেহ এবং আশীর্বাদ আমার কাছে এক প্রেরণাস্ত্রোত্র- নরেন্দ্র মোদি

২) এই ভিডিওটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট-এ শেয়ার করতে গিয়ে লিখেছেন-” হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে কবিতাটিকে গানে রূপ দিয়ে আপনি আপনার স্নেহ এবং আশীর্বাদ  করেছেন যা আমার কাছে এক প্রেরণাস্ত্রোত্র।উল্লেখ্য, আগামী ৫ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক মুক্তি পেতে চলেছে। যাতে নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। ছবিটির প্রথম গানই হল কবিতা “সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি”। এই গানটি ২৩শে মার্চ মুক্তি পেয়েছে।

“ভারত মাতার মাথা নত হতে দেব না”

৩) উল্লেখ্য, প্রধ্নামন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পরি এই কবিতাটি পাঠ করেছিলেন। রাজস্থানের চুরুতে এক সভার আয়োজন করা হয়েছিল। তিনি সেখানে বলেছিলেন-“২০১৪ সালে আমার ওই শব্দগুলি মা ভারতীর বীরদের প্রণাম জানিয়ে আজ ফের তাদের কৃতজ্ঞতা জানাই, আমি দেশের সম্মান কোনওদিন নষ্ট হতে দেব না। আমি দেশের সামনে কোনও বাধা রাখতে দেব না, আমি দেশকে ভূ-লুন্ঠিত হতে দেব না। ভারত মায়ের কাছে আমার প্রতিজ্ঞা-তোমার মাথা আমি নত হতে দেব না।”

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 3