‘গর্ধশিক্ষিত’রা আমাদের টুকলি করে কাজটাও করতে পারে না- কন্যাশ্রী প্রকল্প নিয়ে বিজেপিকে এভাবেই বিঁধলেন মমতা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩০, ২০১৯ @ ২৩:১৯

এসপিটি নিউজ, রামপুরহাট, ৩০ জানুয়ারিঃ মঙ্গলবার পশ্চিমবঙ্গে এক ঝাঁক বিজেপি নেতা সভা করতে এসেছিলেন। প্রত্যেকেরই আক্রমণের নিশানা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য্যা এবং তাঁর সাধের উন্নয়নের কাজকর্ম। তারই একটি ছিল কন্যাশ্রী এবং অপরটি নির্মল বাংলা। বিজেপি নেতাদের দাবি- এই দুটি প্রকল্পই নাকি কেন্দ্ররের পরকল্পের অনুকরনে- নাম বদলে এটা করা হচ্ছে। রামপুরহাটে প্রশাসনিক সভা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো চাঁছাছোলা ভাষায় বিজেপির এই কটাক্ষের জবাবই দেননি সঙ্গে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন। তাঁর চ্যালেঞ্জ- “কন্যাশ্রী কিংবা নির্মল বাংলা ২০১৩ সালে চালু হয়েছে। আর তোমরা ক্ষমতায় এসেছো ২০১৪ সালে। তোমাদের আগে আমাদের প্রকল্প শুরু হয়েছে।কতগুলি অর্ধশিক্ষিত-গর্ধশিক্ষিত কিছুই জানে না। এরা আমাদের টুকলি করেও কাজটা করতে পারে না।”

বিজেপি নেতাদের নাম না করে তাদের অর্ধশিক্ষিত-গর্ধশিক্ষিত বলে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য্যা। তিনি বলেন-” আমি ভেবে পাই না দিল্লির কিছু নেতা আছে যারা অর্ধশিক্ষিত না গর্ধশিক্ষিত আমি সেটা জানি না! শিক্ষা মানুষকে মুক্তির আলো দেয়। সুন্দর তৈরি করে। যারা বাংলার সংস্কৃতি জানে না। বাংলার রাস্তাঘাট চেনে না শবাংলার শিক্ষা জানে না; বাংলার সভ্যতা জানে না; সেইসব অর্ধশিক্ষিত না গর্ধশিক্ষিতরা কেউ কেউ এসে বলে যাচ্ছেন- কন্যাশ্রী প্রকল্প নাকি আমরা অনুকরন করেছি।আমি গর্ধশিক্ষিতদের চ্যালেঞ্জ জানিয়ে বলছি-সরকারি মিটিং-এ দাঁড়িয়ে সরকারি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে- কন্যাশ্রী শুরু হয়েছিল কবে?২০১৩ সালে আপনাদের ‘ন্যাকামো’ প্রোগ্রাম ‘নাটের গুরু’র প্রোগ্রাম ১০০ কোটি টাকার ‘বেটি বাঁচাও’ প্রোগ্রাম শুরু হয়েছিল কবে? ২০১৫ সালে। মনে রাখবেন- আমরা আপনাদের টুকলি করি না আপনারা আমাদের টুকলি করে কাজটাও করতে পারেন না।”

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র আর রাজ্যের এই দুটি প্রকল্পের খরচের হিসেবের খতিয়ান তুলে ধরেন। বলেন-” বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে সারা দেশে বাজেট মাত্র ১০০ কোটি টাকা। অর্থাৎ একটা মেয়ে তিন পয়সা করেও পাবে না মোদির সরকারের থেকে। আর আমাদের ‘কন্যাশ্রী’ প্রকল্পে এখনও পর্যন্ত ৭ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। আমরা এই কাজটা করি কারণ এর তিন পয়সা ভিক্ষে দিই না।

“অর্ধশিক্ষিতদের জিজ্ঞাসা করুন- ‘নির্মল বাংলা’ শুরু হয়েছে কবে? আর তোমরা নাচ-গান গেয়ে রাস্তায় নেমেছো কবে” নাচ-গান যারা করে তাদের আমি সম্মান করি। এরা রাজনৈতিক নাচগান গায়। এদের আমি সম্মান করি না যারা মিথ্যে কথা বলে।” বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: জানু ৩০, ২০১৯ @ ২৩:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 − 43 =