“কয়েকটা গদ্দার-গুন্ডা এসে বলছে নির্বাচনের ফলাফল কি হবে”-মমতার পালটা চ্যালেঞ্জ-৪২-এ শূন্য পাবে

Main রাজ্য
শেয়ার করুন

“আমি তোমাদের কাছে ক্যারেক্টর সার্টিফিকেট নেব না। চোর-ডাকাত-গুণ্ডা সব নেতা। আমি আঁকলেও নাকি ওটা চুরি। আমি লিখলেও ওটা চুরি। হরিদাসের দল! আমার কাছে এই প্রশ্ন করে? এতবড় স্পর্দ্ধা আমি কারও খাই না- পড়িও না মাথায় রাখবেন। আমি ছোট্টবেলা থেকে মার খেতে খেতে রাজনীতি করে এসেছি। আমার সারা গায়ে মারের দাগ। আমি জীবনে মাথা নত করি নি কারও কাছে। তোমরা আমাকে অনেকদিন ভয় দেখিয়েছো। আ্মি তোমাদের চমকে ভয় পাই না। ধমকেও ভয় পাই না। যতদিন বাঁচব মাথা তুলে বাঁচব। মনে রাখবে!”                                                                                                                                                                                                                              –মমতা বন্দ্যোপাধ্যায়

Published on: জানু ৩০, ২০১৯ @ ২৩:৩৭

এসপিটি নিউজ, রামপুরহাট, ৩০ জানুয়ারিঃ সাম্প্রতিককালে এভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য্যাকে ক্ষোভে ফুঁসতে দেখা যায়নি। আজ যেটা দেখা গেল রামপুরহাটে প্রশাসনিক সভায়। প্রশাসনিক সভায় দাঁড়িয়ে তিনি গতকাল বিজেপি নেতাদের একের পর এক কটাক্ষ-হুমকি-হুঁশিয়ারির জবাব দিয়ে গেলেন। রীতিমতো ঝাঁঝালো ভাবেই মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জের সুরে বলে উঠলেন-“কয়েকটা গদ্দার-গুন্ডা এসে বলছে নির্বাচনের ফলাফল কি হবে-আমার চ্যালেঞ্জ তোমাদের ৪২-এ শূন্য হবে।একটা আসনও পাবে না বিজেপি এ রাজ্যে।”

প্রমাণ করুন না হয় রাজনীতি ছাড়ুন

এরপর ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে থাকেন- “হরিদাস কোথাকার! দাঙ্গাবাজি আর গুন্ডাবাজি করে ক্ষমতায় এসেছে। বলছে বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না! বাংলায় নাকি সরস্বতী পুজো হয় না! আমি চ্যালেঞ্জ করছি- হয় প্রমাণ করবেন; না হয় রাজনীতি ছেড়ে দেবেন। প্রমাণ করে দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। বলুন অর্ধশিক্ষিত আর গর্ধশিক্ষিতরা?”

একটা বাংলার লোকের গায়ে হাত দিয়ে দেখুন-তারপর বুঝবেন

তিনি বলতে থাকেন-“গর্ধশিক্ষিতরা বাংলায় এসে বলবে এখানে নাকি দুর্গা পুজো হয় না। দুর্গাপুজো যারা করে তাদের নোটিশ দেওয়া হয়েছে।পারবেন বম্বেতে পাঠাতে। বোম্বেতে গণপতি পুজো হয়। আমি সমর্থন করি। যত রাগ বাংলা উপরে? গুন্ডামি দেখাচ্ছেন মিথ্যে কথা বলছেন? চরিত্র হনন করছেন বাংলার সংস্কৃতিকে অপমান করছেন? বাংলার মানুষদের মধ্যে যুদ্ধ লাগাচ্ছেন। কখনও বলছেন বাংলার লোকেদের তাড়িয়ে দেব। গায়ের জোর! ক্ষমতার জোর! হাত দিয়ে দেখুন! একটা বাংলার লোকের উপরে। তারপর বুঝবেন। মাথায় রাখবেন অত সহজ নয়।”

নির্লজ্জ, বেহায়ার দল- আমি চ্যালেঞ্জ করছি ৪২-এ জিরো পাবে

“কয়েকটা গদ্দার আর গুন্ডাকে এনে বলে দিচ্ছে নির্বাচনের কখন ফলাফল বেরোবে  কটা সিট পাবে, কটার সময় রেজাল্ট বেরোবে যেন মনে হচ্ছে নির্বাচন কমিশনটাও বিজেপি চালাচ্ছে। আমার তো নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে। তুমি কি করে বলে দিচ্ছে হরিদাস, গন্ডমূর্খ, অর্ধশিক্ষিত গর্ধশিক্ষিত তুমি কি করে বলছ দেড়টার মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, তুমি কি করে জানলে? আমি চ্যালেঞ্জ করছি ৪২-এ জিরো পাবে একটা সিটও এবারে পাবে না। বাংলায় দুর্গা পুজো হয় না কেন বলবে? নির্লজ্জ, বেহায়ার দল।জানেই না বাংলার সংস্কৃতি।” হুঁশিয়ারি মমতার।

নিজের সম্পর্কে বলতে গিয়ে ক্ষোভ উগরে দেন ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য্যা। তিনি বলেন-“আমি তোমাদের কাছে ক্যারেক্টর সার্টিফিকেট নেব না। চোর-ডাকাত-গুণ্ডা সব নেতা। আমি আঁকলেও নাকি ওটা চুরি। আমি লিখলেও ওটা চুরি। হরিদাসের দল আমার কাছে এই প্রশ্ন করে? এতবড় স্পর্দ্ধা আমি কারও খাই না পড়ি না- মাথায় রাখবেন। আমি ছোট্টবেলা থেকে মার খেতে রাজনীতি করেছি। আমার সারা গায়ে মারের দাগ। আমি জীবনে মাথা নত করি নি কারও কাছে। তোমরা আমাকে অনেকদিন ভয় দেখিয়েছো। আমাই চমকে ভয় পাই না। ধমকে ভয় পাই না। যতদিন বাঁচব মাথা তুলে বাঁচব। তোমরা মিটিং করো না। একটা কেন ১০০টা করো। তোমরা মিটিং করলে আমাদের কর্মীরা খুশি হয়। মিটিং শেষে গাড়ি ভাঙে। এরা কারা? রাজনীতি করার যোগ্য?”

Published on: জানু ৩০, ২০১৯ @ ২৩:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 2 =