কোভিড-১৯: মধ্যমগ্রাম প্রেস ক্লাব সমাজের নানা ক্ষেত্রের কর্মবীরদের জানাল মানবিক সম্মান

Main কোভিড-১৯ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

  • করোনা মোকাবিলায় ইতিমধ্যেই মধ্যমগ্রাম পুররসভা পরিচালিত হাসপাতালের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন হয়েছে।জানান বিধায়ক ও পুরপ্রধান রথীন ঘোষ।
  • মধ্যমগ্রাম থানার আইসি পিনাকী রায় বলেন- ” এই মহামারীর সময় এক দল সুযোগ-সন্ধানী অসাধু মানুষ পুলিশের নাম করে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের কাছে থাকা সোনার অলঙ্কার থেকে শুরু করে মূল্যবান জিনিস হাতিয়ে নিয়ে চম্পট দিচ্ছে।এদের থেকে সাবধান হন।”
Published on: জুন ২৯, ২০২০ @ ১৭:১৮
Reporter: Jayanta Bandopadhyay

এসপিটি নিউজ, মধ্যমগ্রাম, ২৯জুন:    সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশ আজ লড়ছে কোভিড-১৯ -এর বিরুদ্ধে।অনেকেই যেমন সুস্থ হয়ে ঘরে ফিরতে পেরেছে আবার মৃত্যুর পথযাত্রীও হয়েছেন বহু মানুষ। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। খাদ্য সংকটেও ভুগছেন অনেকে। এমন এক মহামারী পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে একাধিক সংগঠন থেকে ডাক্তার, পুলিশ অনেকেই। সেরকমই ৩০জনকে মানবিক সম্মান প্রদান করে তাদের কর্মকান্ডকে শ্রদ্ধা জানাল মধ্যমগ্রাম প্রেস ক্লাব। গতকাল রবিবার মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে তারা সেই সমস্ত কর্মবীরদের হাতে তুলে দিল স্মারক।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা যা বললেন

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের বিধায়ক ও পুরপ্রধান রথীন ঘোষ। ছিলেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নিমাই ঘোষ।বেলেঘাটা আইডি-র নোডাল অফিসার ডা কৌশিক চৌধুরী, মধ্যমগ্রামের আইসি পিনাকী রায় সহ অন্যান্যরা।অনুষ্ঠানের শুরুতে মধ্যমগ্রামের প্রেসক্লাবের ভূমিকা তুলে ধরেন সভাপতি অনির্বাণ চৌধুরী।

মধ্যমগ্রামের বিধায়ক ও পুরপ্রধান রথীন ঘোষ নিজের বক্তব্যে বুঝিয়ে দেন যে তিনি মধ্যমগ্রামের মানুষের পাশে ছিলেন এখনও আছেন এবং আগামিদিনেও থাকবেন। সেই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেন। বলেন- করোনা মোকাবিলায় ইতিমধ্যেই মধ্যমগ্রাম পুররসভা পরিচালিত হাসপাতালের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন হয়েছে। করোনার পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তারা কাজ করছে, খরচ সরকারি মূল্যেই করা সম্ভব হবে।

মধ্যমগ্রাম পুররসভার সিআইসি নিমাই ঘোষ সংবাদ মাধ্যমের ও সোশ্যাল মিডিয়ার সকলকে অনুরোধ করেন তারা যেন বেশি করে করোনা যুদ্ধের ইতিবাচক দিক তুলে ধরেন।

মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিনাকী রায় তার বক্তব্যে মধ্যমগ্রাম থানা এলাকায় মারন ভাইরাস প্রতিরোধে পুলিশের সহযোগিতা্মূলক ভূমিকা পালনের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন- এজন্য তিনি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তবে এদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা সকলের উদ্দেশ্যে তুলে ধরেন। একই সঙ্গে সকলকে সতর্ক করে দেন। তিনি বলেন- ” এই মহামারীর সময় এক দল সুযোগ-সন্ধানী অসাধু মানুষ পুলিশের নাম করে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের কাছে থাকা সোনার অলঙ্কার থেকে শুরু করে মূল্যবান জিনিস হাতিয়ে নিয়ে চম্পট দিচ্ছে। এধরনের মানুষদের থেকে সাবধান থাকবেন।ইতিমধ্যে দমদম এলাকায় এমন একাধিক ঘটনা ঘটেছে। তাই সকলকে তিনি সাবধান করে দেন।

বেলেঘাটা আইডি-র নোডাল অফিসার ডাক্তার কৌশিক চৌধুরী বর্তমানে করোনা সম্পর্কে যে বিভিন্ন সর্তকতা আছে তা মানুষের সামনে তুলে ধরেন। তাঁর বক্তব্যের প্রধান দিক ছিল- এই করোনা ভাইরাস মোকাবিলায় ও তার চিকিৎসা নিয়ে বেলেঘাটা আইডি-র মুখ্য ভূমিকা। তিনি বলেন- “বেশ সাফল্যের সঙ্গে কাজ করছে বেলেঘাটা আইডি। তার নিরন্তর প্রয়াস অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অক্লান্ত পরিশ্রম করছেন বেলেঘাটা আইডি স্বাস্থ্যকর্মীরা। বর্তমানে কোভিড- ১৯ স্টেজ থ্রি পর্যায় চলছে।” অযথা আতঙ্কগ্রস্ত না হয়ে সকলের সর্তকতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরী বলে তিনি মনে করেন। মধ্যমগ্রাম পুরসভা এলাকায় এখনো পর্যন্ত 39 জন করোনা আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে 36 জনই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। মাত্র দু’জন মারা গেছেন।

যাদের মানবিক সম্মাননা প্রদান করা হয়

এদিন যাদের মানবিক সম্মাননা প্রদান করা হয় তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা ঐন্দ্রিল ভৌমিক, ডা বিবর্তন সাহা, ডাক্তার সমর রায় ডাক্তার ধীমান চ্যাটার্জী, ডাক্তার দেবরাজ রায়। এছাড়াও যেসমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ছিল তারা হল-  MASS, , ALL INDIA BROTHERHOOD , বারাসত সমন্বয়, মা অন্নপূর্ণা ভাণ্ডার, বারাসত নিল জ্যোতি আমার তোমার ফেসবুক গ্রুপ প্রমুখ। অনুশঠানে উপস্থিত চিকিৎসক থেকে শুরু করে সকলেই মধ্যমগ্রাম প্রেস ক্লাবের এমন সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করার জন্য তাদের ধন্যবাদ জানান।

Published on: জুন ২৯, ২০২০ @ ১৭:১৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2