বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন অর্জুন সিং, ১১ মাসে বিজেপি ছাড়লেন ৬ বিজেপি নেতা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ২২, ২০২২ @ ২২:০৯

এসপিটি নিউজ, কলকাতা, ২২মে: বিজেপিতে ভাঙন অব্যাহত। আজ বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ফিরলেন তৃণমুল কংগ্রেসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিন বছর পর নিজের পুরনো দলে ফিরলেন। গত ১১ মাসে এই নিয়ে মোট ছ’জন নেতা বিজেপি ছাড়লেন, যা বঙ্গ পদ্ম শিবিরে এক বড় ধাক্কা।নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। অর্জুনের তৃণমূলে যোগ দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

সকাল থেকে হাইকমান্ডের ফোন ধরছিল না

একটানা সাইড লাইনে থাকার কারণে গত ৬ মাস ধরে ক্ষুব্ধ ছিলেন অর্জুন সিং। সিংয়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের খবর পাওয়ার পর বিজেপি তাঁকে রাজি করাতে তৎপর হয়ে উঠলেও সূত্র বলছে, তিনি হাইকমান্ডের ফোন পাননি।

সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন না অর্জুন সিং

তৃণমূলে যোগ দেওয়ার পর অর্জুন সিং বলেছেন, আমি এখন সাংসদ পদ থেকে পদত্যাগ করব না। তিনি বলেন, যেদিন তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন দু’জন সাংসদ পদত্যাগ করবেন, আমিও দেব। আমাদের জানিয়ে দেওয়া যাক যে তৃণমূল সাংসদ শিশির অধিকারী (শুভেন্দু অধিকারীর বাবা) এবং সুনীল মন্ডল অমিত শাহের বৈঠকে বিজেপির সদস্যপদ নিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের সদস্যপদ অক্ষত রয়েছে। বর্তমানে বিষয়টি লোকসভা স্পিকারের কাছে রয়েছে।

ব্যারাকপুরে তৃণমূলের কোনও বড় মুখ ছিল না

২০১৯ সালের লোকসভা নির্বাচনে টিকিট না দেওয়ায় অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়েছিলেন। বারাকপুর আসন থেকে পরাজিত হয়েছেন তৃণমূলের প্রবীণ নেতা দীনেশ ত্রিবেদী। যাইহোক, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দীনেশ ত্রিবেদীও বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারপরে তৃণমূলের এখানে কোনও বড় মুখ অবশিষ্ট ছিল না।

দল ছাড়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায় জুট মিলের ইস্যু

গত কয়েক মাস ধরে পাট চাষিদের দাবিতে অর্জুন সিং তার নিজের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণকারী ছিলেন। প্রকৃতপক্ষে, কেন্দ্রীয় পাট কমিশন কাঁচা পাটের দাম নির্ধারণ করে, তারপরে বাংলায় কাঁচা পাট প্রয়োজনের তুলনায় কম পেতে শুরু করে। এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত সোচ্চার ছিলেন সিং।

যে এলাকা থেকে সিংহরা আসে সেই এলাকাকে পাটকলের শক্ত ঘাঁটি বলা হয়। সেখানে ২০টির মধ্যে ১০টি মিল অতীতে বন্ধ হয়ে গেছে। এরপর থেকে সিং তার অবহেলার কারণে হাইকমান্ডের ওপর ক্ষুব্ধ।

১১ মাসে বিজেপিকে বিদায় জানালেন ৬ বড় নেতা

শক্তিশালী নেতা মুকুল রায় বাংলা নির্বাচনে সাফল্য না পেয়ে ২০২১ সালের জুনে বিজেপি ছেড়েছিলেন। এরপর রাজীব ব্যানার্জি, বাবুল সুপ্রিয়, বিশ্বজিৎ দাস, সব্যসাচী দত্তর মতো নেতারাও তৃণমূলে যোগ দেন। রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার দায়িত্বে, আর বাবুল এমপি ছেড়ে বিধায়ক হয়েছেন।

Published on: মে ২২, ২০২২ @ ২২:০৯


শেয়ার করুন