কেদারনাথ দর্শন করলেন প্রধানমন্ত্রী মোদি, দীপাবলীর শুভেচ্ছা জানালেন জওয়ানদের

Main দেশ
শেয়ার করুন

Published on: নভে ৭, ২০১৮ @ ১৬:১৬

এসপিটি নিউজ, দেরাদুন, ৭ অক্টোবরঃ নির্দ্ধারিত কর্মসূচি মেনেই আজ বুধবার উত্তরাখণ্ড পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেদারনাথ মন্দিরে যাওয়ার আগে মোদি প্রথমে যান ইন্দো-চিন সীমান্ত এলাকা হার্সিল গ্রামে। সেখানে জওয়ানদের সঙ্গে দেখা করে তাদের দীপাবলীর শুভেচ্ছা জানান। এরপর তিনি আসেন কেদারনাথ মন্দিরে। সেখানে তিন পুজো দেন। প্রার্থনা করেন।

প্রার্থনা সেরে প্রধানমন্ত্রী মোদি স্থানীয় এবং মানুষদের সঙ্গে দেখা করেন। যারা ভগবান শিবের স্থান মন্দিরের লাগোয়া বরফে আচ্ছাদিত গাড়োয়াল হিমালয়ান রেঞ্জের কাছে মন্দাকিনী নদীর ধারে। এরপর তিনি মন্দিরের উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী এদিন গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন। লক্ষ্য করেন যে মন্দিরের পুনর্নিমাণ খুব ভাল ভাবেই এগোচ্ছে।

প্রধানমন্ত্রী এদিন মন্দির ঘুরে দেখার সময় সেখানে উপস্থিত প্রশাসনের উচ্চ আধিকারিকদের নির্দেশ দেন যে তারা যেন যথাযথভাবে কাজ সম্পূর্ণ করেন। দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিলেন উপস্থিত সাধারণ মানুষ। কেদারনাথ মন্দিরের এখন নতুন করে নির্মাণ করা হচ্ছে। ২০১৩ সালের ভয়াবহ বন্যায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মন্দির।

এদিন ইন্দো-চিন সীমান্তের হার্সিল গ্রামে গিয়ে কর্তব্যরত জওয়ানদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকায় বরফের মধ্যে নিজেদের দায়িত্ব সামলে যেভাবে তারা কাজ চলেছেন তা সত্যি প্রশংসার যোগ্য। তাদের উপর ভারতের সুরক্ষা এবং ১২৫ কোটি ভারতীয়র স্বপ্ন নির্ভর করছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলী কাটিয়েছিলেন সিয়াচেনে। পরের বছর তিনি পাঞ্জাব সীমান্তে আলোর উৎসবে হাজির ছিলেন। ২০১৬ সালে প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশের ইন্দী-তিবেটিয়ান বর্ডারের আউটপোস্টে দীপাবলীতে হাজির ছিলেন। আর গত বছর তিনি দীপাবলীতে হাজির ছিলেন জম্মু এবং কাশ্মীরের গুরেজে জওয়ানদের সঙ্গে।

Published on: নভে ৭, ২০১৮ @ ১৬:১৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

94 − 85 =