যেদিন থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা শুরু করি সেদিন থেকে বলিউডে আমাকে কাজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়ঃ প্রকাশ রাজ

দেশ
শেয়ার করুন

Published on: মে ৫, ২০১৮ @ ১৫:০৯

এসপিটি নিউজ ডেস্কঃ দক্ষিণের সুপরিচিত অভিনেতা প্রকাশ রাজ যিনি বলিউডেও ইতিমধ্যে খ্যাতি লাভ করেছেন। সিঙ্ঘাম, ওয়ান্টেড ছবিতে খলনায়কের ভূমিকায় তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল। সেই প্রকাশ রাজ জানিয়েছেন যে যেদিন থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বলা শুরু করেন সেদিন থেকে বলিউডের ফিল্মে কাজ পাওয়া বন্ধ হয়ে গেছে।সম্প্রতি কর্ণাটকে বিধানসভার নির্বাচনে প্রকাশ বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন।

এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা বলেন, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও সমস্যা নেই। তবে হিন্দি ফিল্মে কাজ করার জন্য অফার আসা বন্ধ হয়ে গেছে, যেদিন প্রধানমন্ত্রী ও বিজেপির বিরুদ্ধে বলা শুরু করি সেদিন থেকে। এতে আমার অবশ্য কোনও অসুবিধা হচ্ছে না, আমার ‘যথেষ্ট’ (টাকা) আছে।

কন্নর ম্যাগাজিন-এর এডিটর গৌরী লঙ্কেশের সঙ্গে প্রকাশের বিন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। নিজের সাক্ষাৎকারে প্রকাশ বলেন, গৌরীর খুনের ঘটনা তাঁকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। অপরাধ বোধে ভুগেছি। বারা বারে নিজের মনেই প্রশ্ন করেছি, আমি কি ওকে লড়াইয়ে একলা ছেড়ে এসেছি? যতবার আমি প্রশ্ন করেছি, ততই আমাকে ধক দিয়ে আমার কাজ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এটাই বিজেপির কাজ বলে অভিযোগ করেন প্রকাশ রাজ।

অভিনেতা প্রকাশ রাজ, যিনি তাঁর কণ্ঠস্বরের জন্য একটি পরিচয় তৈরি করেছেন, ইতিমধ্যেই তার রাজনীতিতে আসার ধারণাটি ত্যাগ করেছেন। প্রকাশ বলেন, চলচ্চিত্র অভিনেতা একজন রাজনীতিক হয়ে উঠছে দেশের জন্য একটি ট্রাজেডি। রোহিত শেঠীর হিন্দি ছবি ‘গোলামাল এগেন’-এ এই ভূমিকায় দেখা গেছিল।

Published on: মে ৫, ২০১৮ @ ১৫:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =